কলকাতা: মঙ্গলে অনেকটা হারে দাম কমেছিল সোনার(Gold Price Today)। পরপর দু’দিন সোনার দাম কমায় স্বস্তি পেয়েছিলেন ক্রেতারা। এদিকে বুধবারও সেই স্বস্তি কিছুটা বজায় থাকল। বুধবার দাম বাড়েনি সোনার। তবে এদিন কমেনি সোনার দর। এ দিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম রয়েছে ৫২ হাজার টাকা। আর ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম রয়েছে ৫৬ হাজার ৭৩০ টাকা। তবে এদিন দাম বাড়ল রুপোর। আজ ১ কেজি রুপোর দাম (Silver Price Today) বেড়েছে ৩০০ টাকা।
বুধবার সকাল ১০ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম :
২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৫,২০০
২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৪১,৬০০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৫২,০০০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৫,২০,০০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,৬৭৩ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪৫,৩৮৪ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫৬,৭৩০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,৬৭,৩০০ টাকা
১ কেজি রুপোর বাটের দাম : ৬৮,৮০০ টাকা
সোনা-রুপোর তুলনামূলক দাম :
দীর্ঘদিন পর ক্রেতাদের জন্য স্বস্তি। বিয়ের মরশুমে পরপর দু’দিন দাম কমল সোনার। এই বছরের প্রথম থেকেই দাম বেড়েছিল সোনার। তবে আজ সোনার দাম কমায় স্বস্তিতে ক্রেতারা। এদিন রুপোর দামে কোনও হেরফের লক্ষ্য করা যায়নি। আজ অপরিবর্তিত রইল সোনার দর। রেকর্ড দামের থেকে অনেকটাই দাম কম রয়েছে হলুদ ধাতুর। তবে গতকাল দাম অপরিবর্তিত থাকার পর আজ দাম বেড়েছে রুপোর।
বুধবার বিশ্ব বাজারে দাম কমল সোনার। গতকাল ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম ছিল ১,৮৩৭.৮৩ মার্কিন ডলার। আজ তা কমে হয়েছে ১,৮৩৬.২৫ মার্কিন ডলার। তবে বিশ্ব বাজারে দাম কমলেও এর প্রভাব দেশীয় বাজারে দেখা যাচ্ছে না।
সোনার শেয়ার বাজারের দাম :
বুধবার প্রতিবেদনটি লেখার সময় দাম কমেছে টাইটান কোম্পানির শেয়ারের। এ দিন এই সংস্থার শেয়ারের দাম কমে হয়েছে ২,৪৩৮.৩০ টাকা। এ দিন কল্যাণ জুয়েলারের শেয়ারের দাম কমে হয়েছে ১১৫ টাকা। আজ দাম কমেছে পিসি জুয়েলারের শেয়ারেরও। এই সংস্থার শেয়ারের দাম কমে হয়েছে ২২.৫০ টাকা।