Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

UPI-ATM: কার্ডের ঝক্কি শেষ, ইউপিআই স্ক্যান করেই টাকা মিলবে এটিএম থেকে, কীভাবে জানুন

CardlessATM Services: একটি জাপানি সংস্থার সঙ্গে হাত মিলিয়েই কার্ড-বিহীন ইউপিআই এটিএম পরিষেবা চালু হচ্ছে ভারতে। গত সেপ্টেম্বরেই ভারতে পরীক্ষামূলকভাবে ইউপিআই এটিএম চালু করেছিল ওই সংস্থা। এগুলি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলে। এবার পুরোদমে চালু হচ্ছে এই এটিএম ব্যবস্থা।

UPI-ATM: কার্ডের ঝক্কি শেষ, ইউপিআই স্ক্যান করেই টাকা মিলবে এটিএম থেকে, কীভাবে জানুন
ইউপিআই সিস্টেমের মাধ্যমেই স্ক্যান করে এটিএম থেকে টাকা মিলবে। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Updated on: Jan 02, 2024 | 1:47 PM

নয়া দিল্লি: টাকা লেনদেন ব্যবস্থায় ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডকে আগেই পিছনে ফেলে দিয়েছিল নরেন্দ্র মোদী সরকারের UPI সিস্টেম। বর্তমানে অনলাইন লেনদেনের প্রধান মাধ্যম হয়ে উঠেছে UPI সিস্টেম। চায়ের দোকান থেকে পাঁচতারা হোটেল- সর্বত্রই এখন UPI -এর মাধ্যমে লেনদেন চলে। কিন্তু, নগদ তুলতে হলে এখনও হয় ব্যাঙ্কের লাইনে দাঁড়াতে হয়, নয়তো এটিএম কাউন্টারে। আবার এটিএম কাউন্টারে গেলেও সঙ্গে ডেবিট কার্ড না থাকলে টাকা তোলা যায় না। এবার এই সমস্ত ঝক্কি শেষ হতে চলেছে। নতুন বছরে ইউপিআই লেনদেনে বড় সুবিধা নিয়ে এসেছে রিজার্ভ ব্যাঙ্ক। এবার হাতে কেবল স্মার্ট ফোন থাকলে এবং সেটিতে ইউপিআই চালু থাকলেই তোলা যাবে টাকা। শুনতে অবিশ্বাস্য লাগছে! বাস্তবে এমনই সুবিধা চালু করতে চলেছে আরবিআই।

আরবিআই সূত্রে খবর, দেশজুড়ে খোলা হবে ইউপিআই এটিএম কাউন্টার। এগুলি দেখতে সাধারণ এটিএমের মতো দেখতে হলেও টাকা তুলতে লাগবে না ডেবিট বা ক্রেডিট কার্ড। কেবল নিজের স্মার্ট ফোন থেকে QR কোড স্ক্যান করেই টাকা তোলা যাবে। যে কোনও ব্যাঙ্কের এটিএম থেকেই টাকা তোলা যাবে।

কীভাবে ইউপিআই-এর মাধ্যমে নগদ উঠবে?

১) যে কোনও ব্যাঙ্কের এটিএম কাউন্টারে গিয়ে প্রথমে মেশিনের স্ক্রিনে লিখতে হবে টাকার অঙ্ক। ২) টাকার অঙ্ক লিখলেই স্ক্রিনে ভেসে উঠবে QR কোড। ৩) এবার নিজের স্মার্ট ফোন থেকে QR কোড স্ক্যান করতে হবে। ৪) QR কোড স্ক্যান করে পিন দিলেই এটিএম থেকে বেরিয়ে আসবে টাকা।

একটি জাপানি সংস্থার সঙ্গে হাত মিলিয়েই কার্ড-বিহীন ইউপিআই এটিএম পরিষেবা চালু হচ্ছে ভারতে। গত সেপ্টেম্বরেই ভারতে পরীক্ষামূলকভাবে ইউপিআই এটিএম চালু করেছিল ওই সংস্থা। এগুলি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলে। এবার পুরোদমে চালু হচ্ছে এই এটিএম ব্যবস্থা। কার্ড-ঝঞ্ঝাট থেকে মুক্তি পেতেই এই সিস্টেম চালু করছে আরবিআই।

ইউপিআই-এর মাধ্যমে অনলাইন লেনদেনের পর এবার নগদ তোলার পাশাপাশি গ্রাহকদের জন্য আরও কিছু সুবিধা নিয়ে এসেছে রিজার্ভ ব্যাঙ্ক। এবার ইউপিআই-এর মাধ্যমেই শেয়ার বাজারে বিনিয়োগ করা যাবে। আবার কেউ ভুল করে ২ হাজার টাকার বেশি লেনদেন করে ফেললে সেটি সংশোধনের জন্য ৪ ঘণ্টা সময় মিলবে। সবমিলিয়ে, আরও সহজ হতে চলেছে অনলাইন পেমেন্ট সিস্টেম।