কলকাতা: রাজ্যের আর্থিক অবস্থা যে দেশের অন্য়ান্য প্রান্তের তুলনায় ঢের ভাল জায়গায় রয়েছে, তা বার বার বোঝানোর চেষ্টা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। রাজ্যের জিডিপির পরিসংখ্যান নিয়ে বিভিন্ন সময়ে গর্ব করতে দেখা গিয়েছে শাসক দলের নেতা-মন্ত্রীদের। বার বার দাবি করা হয়েছে, জিডিপি বৃদ্ধির হারে দেশের গড়ের তুলনায় রাজ্য অনেকটা এগিয়ে। মঙ্গলবার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বাণিজ্য সম্মেলনে বক্তব্য রাখার সময় রাজ্যের সেই দাবিতেই সিলমোহর দিলেন রিলায়েন্স কর্ণধার মুকেশ অম্বানী। মমতার আমলে কীভাবে রাজ্যের উন্নতি হয়েছে, সেই খতিয়ান তুলে ধরেন রিলায়েন্স কর্তা। বললেন, “এই রাজ্যের জিডিপি বৃদ্ধির হার ১১.৫ শতাংশ, যা দেশের গড় জিডিপি বৃদ্ধির হারের তুলনায় অনেকটাই বেশি।”
শুধু তাই নয়, রাজস্ব বাবদ বাংলার আয়ও যে তিন গুণ বেড়েছে, সেই কথাও এদিন বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে তুলে ধরেন রিলায়েন্স কর্ণধার। একইসঙ্গে তথ্য ও প্রযুক্তি ক্ষেত্রে এ রাজ্য থেকে রফতানিতেও যে আমূল উন্নয়ন হয়েছে, সে কথাও উঠে আসে অম্বানীর কথায়। পাশাপাশি বাংলায় কৃষি ও কৃষি-সম্পর্কিত সহযোগী ক্ষেত্রগুলি প্রায় সাতগুণ লম্বা লাফ দিয়েছে বলেও মনে করছেন তিনি।
বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে দেশ-বিদেশের আগত অতিথিদের সামনে অম্বানী তুলে ধরলেন বাংলায় গত চার বছরে কী কী উন্নতি হয়েছে। তিনি ২০১৯ সালে বাংলাকে যেভাবে দেখে গিয়েছেন, সেখান থেকে এখনও পর্যন্ত কী কী বদল তাঁর চোখে পড়েছে, সেই ব্যাখ্যাও দিলেন তিনি। বললেন, এ রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি শিল্পও প্রায় দশগুণ বেড়েছে। তাঁর মতে, বাংলা এখন পূর্বের লজিস্টিক হাব হয়ে ওঠার জন্য প্রস্তুত।