Mukesh Ambani in BGBS: ‘আপনি সত্যিকারের অগ্নিকন্যা…’, মমতায় মন্ত্রমুগ্ধ অম্বানী

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Nov 21, 2023 | 5:04 PM

Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ রিলায়েন্স কর্ণধার মুকেশ অম্বানী। মুখ্যমন্ত্রীকে 'সত্যিকারের অগ্নিকন্যা' বলে সম্বোধন করলেন রিলায়েন্স কর্ণধার। বললেন, "প্রয়াত অটল বিহারী বাজপেয়ী আপনাকে যেমন বলতেন, আপনি সত্যিই অগ্নিকন্যা। ত্যাগের আগুন আপনার স্বর্ণময় চরিত্রকে আরও উজ্জ্বল করে তুলেছে।"

Mukesh Ambani in BGBS: আপনি সত্যিকারের অগ্নিকন্যা..., মমতায় মন্ত্রমুগ্ধ অম্বানী
মমতা বন্দ্যোপাধ্যায় ও মুকেশ অম্বানী
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: নিউটাউনে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আজ চাঁদের হাট। বসেছে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ রিলায়েন্স কর্ণধার মুকেশ অম্বানী। মুখ্যমন্ত্রীকে ‘সত্যিকারের অগ্নিকন্যা’ বলে সম্বোধন করলেন রিলায়েন্স কর্ণধার। বললেন, “প্রয়াত অটল বিহারী বাজপেয়ী আপনাকে যেমন বলতেন, আপনি সত্যিই অগ্নিকন্যা। ত্যাগের আগুন আপনার স্বর্ণময় চরিত্রকে আরও উজ্জ্বল করে তুলেছে। আর এখন আপনি সোনার বাংলাকে আরও উজ্জ্বল করে তুলেছেন।” বাঙালির আবেগ স্পর্শ করে ধরা ধরা বাংলায় অম্বানী বললেন, “আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি।”

এর আগে ২০১৯ সালে যখন তিনি বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে এসেছিলেন, সেই সময় থেকে এখন… এই চার বছরে বাংলায় কীভাবে আমূল পরিবর্তন এসেছে, সেই কথাও তুলে ধরেন রিলায়েন্স কর্ণধার মুকেশ অম্বানী। বললেন, “বাংলা দ্রুত গতিতে উন্নতি করছে। বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ আরও বেড়েছে। বাংলা আজ আরও প্রাণবন্ত, আরও উচ্চতায় পৌঁছে গিয়েছে, আরও বেশি আত্মবিশ্বাসী।” রাজ্যের এই লম্বা লাফ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের জন্যই হয়েছে বলে মনে করছেন রিলায়েন্স কর্ণধার। মমতার দূরদর্শিতা ও লক্ষ্য স্থির রেখে বাংলাকে নেতৃত্ব দেওয়ার ফলেই এই সাফল্য এসেছে বলে মত অম্বানীর। বললেন, “এই জন্যই বাংলার মানুষ বার বার আপনাকে বেছে নিয়েছেন, তাঁদের নেতৃত্ব দেওয়ার জন্য।”

মঙ্গলবার বিকেলে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বক্তব্য রাখার সময় মমতায় মন্ত্রমুগ্ধ মুকেশ অম্বানী। মমতার হাত ধরে বাংলার উন্নয়ন ও বিকাশ যে রকেট গতির উত্থান দেখছে, তা বার বার নিজের বক্তব্য বোঝানোর চেষ্টা করলেন রিলায়েন্স কর্ণধার। মুখ্যমন্ত্রীর হাত ধরে ‘সোনার বাংলা’ আরও উজ্জ্বল হয়ে উঠেছে বলেও জানালেন তিনি।

Next Article