Reliance Industries: Zudio, ম্যাক্স-এর মতো সংস্থাকে টেক্কা দিতে বাজারে অম্বানীরা, আসছে নতুন ব্র্যান্ড!

তন্নিষ্ঠা ভাণ্ডারী | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Mar 03, 2024 | 8:18 AM

Reliance Industries: প্রিমার্ক বেশ কয়েকটি শোরুম খুলতে পারে বিভিন্ন জায়গায়। বিশ্ব জুড়ে প্রিমার্কের ৪০০ স্টোর রয়েছে। লন্ডনের অ্যাসোসিয়েট ব্রিটিশ ফুড-এর অধীন এই প্রিমার্ক। ২০২৬ সালের মধ্যে সেই সংখ্যাটা ৫৩০-এ পৌঁছে দিতে চায় সংস্থা।

Reliance Industries: Zudio, ম্যাক্স-এর মতো সংস্থাকে টেক্কা দিতে বাজারে অম্বানীরা, আসছে নতুন ব্র্যান্ড!
অম্বানী পরিবার
Image Credit source: twitter

Follow Us

মুম্বই: দেশের বিভিন্ন সেক্টরে বিনিয়োগ রয়েছে রিলায়েন্সের। পেট্রোপণ্য, টেলিকম থেকে ইলেকট্রনিক দ্রব্য, সব ক্ষেত্রেই চুটিয়ে ব্যবসা করছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। এবার আরও এক সেক্টরে ব্যবসায় নামছেন মুকেশ অম্বানী। ইকনমিক টাইমস-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ব্রিটিশ সংস্থা প্রিমার্ক-কে ভারতে আনতে চলেছেন মুকেশ অম্বানী ও ইশা অম্বানী। এই সংস্থা বাজারে এলে একাধিক সংস্থা পিছনে পড়ে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বর্তমানে যে সব সংস্থা পোশাক বিক্রির ক্ষেত্রে জনপ্রিয়তা পেয়েছে, সেগুলিকে রীতিমতো টেক্কা দিতে পারে নয়া সংস্থা।

মাঝারি দামে, মধ্যবিত্তের পোশাকের ক্ষেত্রে টাটা-র জুডিও (Zudio), ম্যাক্স (Max), ইনটিউন InTune বেশ জনপ্রিয়তা পেয়েছে। এছাড়া অনলাইন রিটেল সংস্থা থেকেও অপেক্ষাকৃত সস্তায় পোশাক পাওয়া যায়। এই সব সংস্থার সঙ্গে প্রতিযোগিতায় নামতে পারে প্রিমার্ক। রিলায়েন্সের সঙ্গে হতে পারে চুক্তি।

প্রিমার্ক বেশ কয়েকটি শোরুম খুলতে পারে বিভিন্ন জায়গায়। বিশ্ব জুড়ে প্রিমার্কের ৪০০ স্টোর রয়েছে। লন্ডনের অ্যাসোসিয়েট ব্রিটিশ ফুড-এর অধীন এই প্রিমার্ক। ২০২৬ সালের মধ্যে সেই সংখ্যাটা ৫৩০-এ পৌঁছে দিতে চায় সংস্থা।

পোশাকের ব্যবসায় অবশ্য রিলায়েন্স নেমেছে আগেই। রিলায়েন্স ট্রেন্ড নামক সংস্থায় পোশাকের দাম মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই রাখা হয়েছে। এছাড়াও রয়েছে জুতোর জন্য রিলায়েন্স ফুট প্রিন্ট।

Next Article