5G তো শুনেছেন, এবার Jio আনল ‘সাড়ে পাঁচ’, টেলিকম দুনিয়ায় নয়া বিপ্লব

Jan 10, 2025 | 8:19 PM

Jio: একের পর এক অফার আনছে জিও। উচ্চতর গতির ডেটা ছাড়াও বিস্তৃত কভারেজও মিলবে।

5G তো শুনেছেন, এবার Jio আনল সাড়ে পাঁচ, টেলিকম দুনিয়ায় নয়া বিপ্লব

Follow Us

নয়া দিল্লি: 4G পরিষেবা ছেড়ে এখন 5G-র পথে গোটা দেশ। বিভিন্ন টেলিকম সংস্থা বর্তমানে 5G পরিষেবা দিচ্ছে। দ্রুততর ইন্টারনেট পেতে গ্রাহকরাও আকৃষ্ট হচ্ছেন। তবে টেলিকমের দুনিয়ায় বরাবরই সবার থেকে এক পা এগিয়ে থাকে রিলায়েন্স জিও। এবারও তাই। 5G ছাড়িয়ে এবার 5.5G পরিষেবা দিচ্ছে জিও।

কী এই 5.5G? সহজ কথায়, এটি হল 5G-র একটি উন্নত সংস্করণ। অর্থাৎ আরও উন্নত পরিষেবা। এই নেটওয়ার্কটিকে 5G-র থেকেও বেশি অ্যাডভান্স হয়। এর লক্ষ্য হল আরও ভালো নেটওয়ার্ক, আরও দ্রুত স্পিড, কম লেটেন্সি।

এটি সাধারণ 5G নেটওয়ার্কের তুলনায় আরও ভাল পরিষেবা দেবে। আপগ্রেড করিয়ে গ্রাহকরা আরও ভাল নেটওয়ার্ক পাবেন। 5.5G-র অধীনে, ব্যবহারকারীরা ১ জিবিপিএস (1GBps)-এর বেশি গতিক ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

উচ্চতর গতির ডেটা ছাড়াও বিস্তৃত কভারেজ দেয় এটি। মাল্টি ক্যারিয়ার অ্যাগ্রিগেশনের সাহায্যে, ব্যবহারকারীরা ৫.৫জি নেটওয়ার্কে সর্বোচ্চ ১০ জিবিপিএস পর্যন্ত ডাউনলিংক স্পিড এবং ১ জিবিপিএস আপলিংক স্পিড পাবেন। জিও হল দেশের প্রথম সংস্থা, যারা ভারতে এই পরিষেবা প্রদান করছে।

মাল্টি সেল সংযোগ সহ Jio 5.5G নেটওয়ার্ক চালু করা হয়েছে। অর্থাৎ আপনি একসঙ্গে একাধিক নেটওয়ার্ক সেলের সঙ্গে সংযোগ স্থাপন করতে সক্ষম হবেন, যা বিভিন্ন টাওয়ার থেকেও হতে পারে। এর ফলে আপনি আরও ভাল কভারেজ এবং দ্রুত গতি পাবেন।

Next Article