AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jio সিম ব্যবহার করেন? তাহলে এবার বিনামূল্যে পাবেন Google Gemini-এর প্রো ভার্সন!

Reliance Jio, Google Gemini AI: রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের অধীনস্থ সংস্থা রিলায়েন্স ইন্টেলিজেন্স লিমিটেড ও গুগল একটি চুক্তি করেছে। আর সেই চুক্তির নিয়ম মেনেই ফ্রি-তে গুগলের একাধিক এআই টুলের অ্যাক্সেস পেতে চলেছেন জিও সিম ব্যবহারকারীরা।

Jio সিম ব্যবহার করেন? তাহলে এবার বিনামূল্যে পাবেন Google Gemini-এর প্রো ভার্সন!
Jio সিম থাকলে ফ্রি-তে Gemini!Image Credit: Getty Images
| Updated on: Nov 03, 2025 | 3:17 PM
Share

একাধিক টেলিকম সংস্থা যখন শুধুমাত্র ট্যারিফ নিয়ে নিজেদের মধ্যে রেষারেষি করছে, তখনই এই বিরাট পদক্ষেপ করেছিল এয়ারটেল। এয়ারটেল ব্যবহারকারীরা ১ বছরের জন্য বিনামূল্যে পারপ্লেক্সিটি এআই-এর অ্যাক্সেস পান। আর এবার সেই একই দিকে পদক্ষেপ করল জিও।

আপনি যদি জিওর সিম ব্যবহার করেন, তাহলে আপনিও বিনামূল্যে ব্যবহার করতে পারবেন গুগলের এআই-এর প্রো অ্যাক্সেস। আসলে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের অধীনস্থ সংস্থা রিলায়েন্স ইন্টেলিজেন্স লিমিটেড ও গুগল একটি, চুক্তি করেছে। আর সেই চুক্তির নিয়ম মেনেই এই অ্যাক্সেস পেতে চলেছেন জিও সিম ব্যবহারকারীরা।

জানা গিয়েছে, জিওর সব ব্যবহারকারী এই অফারের সুবিধা পাবেন না। প্রথম পর্যায়ে ১৮ থেকে ২৫ বছর বয়সীদের ৫জি আনলিমিটেড প্রিপেড প্ল্যান বা পোস্ট পেড প্ল্যানের ক্ষেত্রে ১৮ মাসের জন্য এই অ্যাক্সেস দেওয়া হবে। প্রতি ব্যবহারকারী হিসাবে গুগল ৩৫ হাজার টাকার বেশি চার্জ করে। বিনামূল্যে এই অ্যাক্সেস পেতে মাই জিও অ্যাপে গিয়ে ক্লেম করতে হবে। এবং ব্যবহারকারীকে টানা ১৮ মাস সক্রিয় ভাবে আনলিমিটেড ৫জি প্ল্যান রিচার্জ করতে হবে।

এই খবরটিও পড়ুন: বিদেশি হয়েও করানো যায় Aadhaar Card! কী কী ডকুমেন্ট লাগবে?

এই অফার ক্লেম করলেই ব্যবহারকারীরা জেমিনি ২.৫ প্রো মডেল, নোটবুক এলএম, ন্যানো ব্যানানা এবং ভিও ৩.১ এর মতো এআই মডেলের অ্যাক্সেস পেয়ে যাবেন। এই অফার শুরু হয়েছে ৩০ অক্টোবর থেকে। কারও যদি ইতিমধ্যেই গুগলের প্রো ভার্সনের সাবসক্রিপশন থাকে, তাহলে সে এই সাবসক্রিপশন শেষ হলে, এই অফারে স্যুইচ করতে পারবেন।