RBI MPC Meeting: মূল্যবৃদ্ধির জের, তৃতীয়বারের জন্য রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া
Repo Rate: বৃহস্পতিবার সকালে রিজার্ভ ব্যাঙ্ক ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাশ বলেন, "সমস্ত দিক পর্যালোচনা করে মনিটারি পলিসি কমিটি রেপো রেট ৬.৫০ শতাংশে অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
মুম্বই: ফের একবার রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (Reserve Bank of India)। বৃহস্পতিবার রিজার্ভ ব্য়াঙ্ক অব ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাশ (Shaktikanta Das) জানান, মনিটারি পলিসি কমিটি (Monetary Policy Committee) সর্বসম্মতভাবে রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। ৬.৫০ শতাংশেই রেপো রেট স্থির রাখা হয়েছে। এই নিয়ে তৃতীয়বার রেপো রেট (Repo Rate) অপরিবর্তিত রাখা হল। একইসঙ্গে রিভার্স রেপো রেট(Reverse Repo Rate)-ও অপরিবর্তিত রাখা হয়েছে।
বৃহস্পতিবার সকালে রিজার্ভ ব্যাঙ্ক ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাশ বলেন, “সমস্ত দিক পর্যালোচনা করে মনিটারি পলিসি কমিটি রেপো রেট ৬.৫০ শতাংশে অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্ট্যান্ডিং ডিপোজিট ফেসিলিটি রেট ৬.২৫ শতাংশে, মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি রেট ও ব্যাঙ্ক রেট ৬.৭৫ শতাংশে রাখা হয়েছে।”
#WATCH | RBI Governor Shaktikanta Das says “Our economy has continued to grow at a reasonable pace becoming the 5th largest economy in the world, contributing around 15% to global growth” pic.twitter.com/QKK2fJHsdu
— ANI (@ANI) August 10, 2023
উল্লেখ্য, যে সুদের হারে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া অন্যান্য ব্যাঙ্ক-কে ঋণ দেয়, তাকে রেপো রেট বলে। এবং যে সুদের হারে রিজার্ভ ব্যাঙ্ক অন্যান্য ব্যাঙ্কের কাছ থেকে ঋণ নেয়, তাকে রিভার্স রেপো রেট বলে।
#WATCH | RBI Governor Shaktikanta Das says “Monetary Policy Committee decided unanimously to keep the Repo Rate unchanged at 6.50%” pic.twitter.com/138ppkCarB
— ANI (@ANI) August 10, 2023
রেপো রেট অপরিবর্তিত থাকার ফলে ব্যাঙ্কের সুদের হারও অপরিবর্তিত থাকবে। বাড়বে না ইএমআই-ও।
এ দিন আরবিআই প্রধান জানান, মনিটারি পলিসি কমিটির ৬ জন সদস্যের মধ্যে ৫ জনই মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ ও আর্থিক বৃদ্ধির উপরই জোর দিয়েছে। বিগত কয়েক মাসে যে ব্যাপক হারে মুদ্রাস্ফীতি হয়েছে, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন শক্তিকান্ত দাশ।