AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rs 2000 Note: ২০০০ টাকার নোট এখনও ‘বৈধ’, বাজারে কত টাকা রয়েছে জানাল আরবিআই

RBI: চলতি বছরের গোড়াতেই ২০০০ টাকার নোট বাজার থেকে প্রত্যাহার করার কথা ঘোষণা করেছিল কেন্দ্রীয় ব্যাঙ্ক। ২০০০ টাকার নোট ব্যাঙ্কে জমা করার জন্য নির্দিষ্ট সময়ও বেঁধে দেওয়া হয়। কিন্তু, সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার কয়েক মাস পরেও এখনও বাজারে রয়ে গিয়েছে ২০০০ টাকার নোট।

Rs 2000 Note: ২০০০ টাকার নোট এখনও 'বৈধ', বাজারে কত টাকা রয়েছে জানাল আরবিআই
২ হাজার টাকার নোট।
| Edited By: | Updated on: Dec 01, 2023 | 9:06 PM
Share

নয়া দিল্লি: চলতি বছরের গোড়াতেই ২০০০ টাকার নোট (Rs 2000 note) বাজার থেকে প্রত্যাহার করার কথা ঘোষণা করেছিল কেন্দ্রীয় ব্যাঙ্ক। ২০০০ টাকার নোট ব্যাঙ্কে জমা করার জন্য নির্দিষ্ট সময়ও বেঁধে দেওয়া হয়। কিন্তু, সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার কয়েক মাস পরেও এখনও বাজারে রয়ে গিয়েছে ২০০০ টাকার নোট। তবে ২০১৬ সালে নোটবন্দির সময়ের মতো আতঙ্কের পরিস্থিতি যাতে না হয়, সে বিষয়ে সতর্ক কেন্দ্রীয় ব্যাঙ্ক (RBI)। তাই এখনও ২০০০ টাকার নোট ‘অবৈধ’ নয় বলে জানাল রিজার্ভ ব্যাঙ্ক।

রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়, বাজারে যে পরিমাণ ২০০০ টাকার নোট ছিল, ৩০ নভেম্বর, ২০২৩ পর্যন্ত তার ৯৭.২৬ শতাংশ ব্যাঙ্কে ফিরে এসেছে। এখনও ৯,৭৬০ কোটি টাকার নোট বাজারে রয়ে গিয়েছে। তাই ২০০০ টাকার নোট এখনই অবৈধ বলে ঘোষণা করা হচ্ছে না। ২০০০ টাকার ব্যাঙ্ক নোটের আইনি টেন্ডার অব্যাহত থাকবে বলে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। অর্থাৎ এখনও নির্দিষ্ট নিয়ম মেনে ২০০০ টাকার নোট ব্যাঙ্কে জমা দেওয়া যাবে।

RBI-এর তরফে আরও জানানো হয়েছে, চলতি বছরের ১৯ মে পর্যন্ত ২০০০ টাকার নোট প্রত্যাহারের সময়সীমা দেওয়া হয়েছিল। সেই সময়ে বাজারে ৩.৫৬ লক্ষ কোটি টাকা মূল্যের নোট ছিল। নির্দিষ্ট ২০০০ টাকার নোট ব্যাঙ্কে জমা দেওয়ার সময়সীমা বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত করা হয়। তারপর সেই সময় বাড়িয়ে ৭ অক্টোবর করা হয়। এরপর সমস্ত ব্যাঙ্কে ২০০০ টাকার নোট নেওয়ার সুযোগ বন্ধ হয়ে গেলেও রিজার্ভ ব্যাঙ্কের বিভিন্ন শাখায় গিয়ে নোট জমা করার সুযোগ দেওয়া হয়। কিন্তু, তারপরেও বাজার থেকে সমস্ত নোট ব্যাঙ্কে ফেরত আসেনি। এখনও বাজারে ৯,৭৬০ কোটি টাকা মূল্যের ২০০০ টাকার নোট রয়েছে। ফলে এখনই ২০০০ টাকার নোটের আইনি টেন্ডার বন্ধ করছে না রিজার্ভ ব্যাঙ্ক।

প্রসঙ্গত, ২০১৬ সালের নভেম্বরে হঠাৎ করেই ৫০০ টাকা ও ১ হাজার টাকার নোট প্রত্যাহারের কথা ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। যার ফলে চরম সমস্যায় পড়েছিল সাধারণ মানুষ। তাই এবার ২০০০ টাকার নোট প্রত্যাহারের কথা ঘোষণা করলেও এখনই সেটা ‘অবৈধ’ ঘোষণা করছে না আরবিআই।