নয়া দিল্লি: সব সরকারি ব্যাঙ্কের কর্মীদের জন্য সুখবর। শীঘ্রই বেতন বাড়তে চলেছে কর্মীদের। ১৭ শতাংশ বেতন বৃদ্ধি হবে বলে জানা গিয়েছে। ২০২২ সালের নভেম্বর থেকে কার্যকর হলে ওই বর্ধিত বেতন। সপ্তাহে দুদিন ছুটির যে দাবি জানানো হয়েছিল, তাতে এখনও শিলমোহর দেয়নি সরকার। যেহেতু বেতন ২০২২ সালের নভেম্বর মাস থেকে কার্যকর হবে, তাই এই কর্মীরাও বড় অঙ্কের বকেয়া পাবেন বলে আশা করা হচ্ছে। এতে প্রায় ৮ লক্ষ কর্মী উপকৃত হবেন।
শুক্রবার, ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন (আইবিএ) এবং ব্যাঙ্কগুলির কর্মী সংগঠনের মধ্যে ১৭ শতাংশ বার্ষিক বেতন বৃদ্ধি হবে। বিষয়ে একটি চুক্তি হয়েছে। এই বেতন বৃদ্ধির ফলে প্রায় ৮ হাজার ২৮৫ কোটি টাকার বেশি টাকা খরচ হবে। আইবিএ এবং ব্যাঙ্ক কর্মীদের সংগঠনগুলোর মধ্যে কয়েক দফা আলোচনার পর এই চুক্তি সম্পন্ন হয়েছে।
বর্তমানে প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ও সবকটি রবিবার ছুটি থাকে ব্যাঙ্ককর্মীদের। ৫ কর্মদিবস অর্থাৎ সপ্তাহে ২ দিন ছুটির দাবি জানানো হয়েছিল। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে সরকার প্রস্তাব গ্রহণ করার পর।
গত ডিসেম্বর মাসে আইবিএ ও ব্যাঙ্ক ইউনিয়নগুলির মধ্যে মউ চুক্তি হয়েছে। ১৮০ দিনের সময়সীমা দেওয়া হয়েছিল। এর আগে ২০২০ সালের জুলাই মাসে ১৫ শতাংশ বেতন বৃদ্ধি হয়েছিল ৮ কোটি ৫০ হাজার কর্মী পেয়েছিলেন বর্ধিত বেতন।