AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sam Altman: এই কাজই আপনার সুপার পাওয়ার, বলছেন কৃত্রিম বুদ্ধিমত্তার ‘জনক’!

Your Dream Career: 'পৃথিবীতে নেই কোনো বিশুদ্ধ চাকরি', লিখেছিলেন জীবনানন্দ দাশ। যদিও স্যাম অল্টম্যান বলছেন 'প্যাশন নয়, যে কাজ আপনি সহজে করতে পারেন, সেটাই আপনার সুপার পাওয়ার'। আসলে, পেশা বা কেরিয়ার বাছাই নিয়ে আমাদের প্রচলিত ধারণাগুলিকে সরাসরি চ্যালেঞ্জ করেছেন অল্টম্যান।

Sam Altman: এই কাজই আপনার সুপার পাওয়ার, বলছেন কৃত্রিম বুদ্ধিমত্তার 'জনক'!
সামান্য কাজই আপনার আগামীর উপার্জনের পথImage Credit: Getty Images
| Updated on: Oct 23, 2025 | 3:54 PM
Share

আচ্ছা আপনার কী মনে হয়? কার্যক্ষেত্রে আপনার সেরা অস্ত্রটি কী? ওপেনএআই-এর সিইও স্যাম অল্টম্যান এই বিষয়ে একটি পরামর্শ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, “আপনার সত্যিকারের পেশাগত সুবিধা বা ‘সুপারপাওয়ার’ হল সেই কাজ, যা করতে আপনার কোনও শ্রম লাগে না, অথচ তা অন্যদের কাছে অবিশ্বাস্য মনে হয়”। আর তাঁর এই কথাই এমন মনে করিয়ে দিয়েছেন উদ্যোগপতি অঙ্কুর ওয়ারিকু। লিঙ্কডইনে পোস্ট করে তিনি এই বক্তব্য রেখেছেন।

সুপারপাওয়ার কী?

আপনার সুপারপাওয়ার কী? স্যাম বলেছেন, প্যাশন নয়, যে কাজ আপনি সহজে করতে পারেন, সেটাই আপনার সুপারপাওয়ার। আসলে, পেশা বা কেরিয়ার বাছাই নিয়ে আমাদের প্রচলিত ধারণাগুলিকে সরাসরি চ্যালেঞ্জ করেছেন অল্টম্যান। তিনি অভিজ্ঞতা বা আবেগের বদলে সহজাত দক্ষতার দিকে মন দিতে বলছেন।

আনফেয়ার অ্যাডভান্টেজ

এমন অনেক কাজ রয়েছে, যা আপনার কাছে সহজ, কিন্তু অন্যদের কাছে কঠিন। ধরুন এমন কোনও কাজ, যা করতে অন্যদের ২ ঘণ্টা লাগে, আপনি তা ১০ মিনিটে করে ফেলেন। আর সেই কাজগুলোই আপনাকে ‘অন্যায় সুবিধা’ বা আনফেয়ার অ্যাডভান্টেজ দিয়ে থাকে। আর সেইগুলোই আপনার সেরা অস্ত্র।

অল্টম্যানের মতে, এই সহজ ক্ষমতাগুলি প্রায়শই আমাদের নজরের বাইরে থেকে যায়। কারণ, সেগুলি আমাদের কাছে খুব সাধারণ মনে হয়। কিন্তু প্রতিযোগিতামূলক বাজারে এই সহজ কাজটিই আপনাকে দ্রুত এগিয়ে দেবে। কেবল কঠোর পরিশ্রম বা অফিসে বেশি সময় দেওয়াটাই সাফল্যের একমাত্র চাবিকাঠি নয়।

কীভাবে নিজের ‘সুপারপাওয়ার’ খুঁজে বার করবেন?

এখন আসল প্রশ্ন, এই ক্ষমতা খুঁজে পাবেন কী করে? আপনি প্রতিদিনের ছোট ছোট সাফল্যের দিকে নজর দিন। কোন কাজগুলি আপনি আনন্দের সাথে করেন আর যে কাজ করতে অন্যরা রীতিমতো হিমশিম খায়? একটি তালিকা তৈরি করুন। এটাই আপনার কেরিয়ারের নতুন গাইডলাইন হতে পারে। নিজের কাজকে স্বচ্ছ ও খাঁটি রাখুন। শুধুমাত্র অন্যের অনুমোদন পাওয়ার জন্য কোনও ধরনের চেষ্টা করবেন না।