Sanchar Saathi: ৬ মাসে উদ্ধার হয়েছে লক্ষাধিক চুরি যাওয়া ফোন, ফোন হারালে ভরসা এই অ্যাপই!
Sanchar Saathi: হারানো ফোন খুঁজে পাওয়া ছাড়াও একাধিক কাজ করা যায় এই অ্যাপের মাধ্যমে। প্রেস ইনফরমেশন ব্যুরোর তথ্য বলছে গত ৬ মাসে এই অ্যাপ্লিকেশন ডাউনলোড হয়েছে ৫০ লক্ষের বেশি।

এই বছরের ১৭ জানুয়ারি আত্মপ্রকাশ করেছিল সঞ্চার সাথী অ্যাপ্লিকেশন। আর সেই আত্মপ্রকাশের মাত্র ৬ মাসের মধ্যেই গোটা দেশজুড়ে হইচই ফেলে দিয়েছে এই অ্যাপ। প্রেস ইনফরমেশন ব্যুরোর তথ্য বলছে গত ৬ মাসে এই অ্যাপ্লিকেশন ডাউনলোড হয়েছে ৫০ লক্ষের বেশি।
ভারত সরকারের টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্ট বা DoT-এর একটি উদ্যোগ হল এই সঞ্চার সাথী অ্যাপ্লিকেশন। ইংরেজি, হিন্দি সহ দেশের মোট ২৩ টি ভাষায় এই অ্যাপ কাজ করে। আর এই অ্যাপ গত ৬ মাসে প্রায় ৫ লক্ষ ৩৫ হাজার হারিয়ে যাওয়া ও চুরি যাওয়া মোবাইল ফোন খুঁজে বের করেছে।
হারানো ফোন খুঁজে পাওয়া ছাড়াও একাধিক কাজ করা যায় এই অ্যাপের মাধ্যমে। কোনও গোলমেলে ফোন বা মেসেজ রিপোর্ট করা যায় এই অ্যাপের মাধ্যমে। কোনও ব্যক্তি তাঁর নামে রেজিস্টার্ড ফোন নম্বরের সংখ্যা চেক করতে পারেন এই অ্যাপের মাধ্যমে। এ ছাড়াও চুরি যাওয়া মোবাইল ফোন ব্লক ও তা খুঁজেও পেতে পারেন। এ ছাড়াও কোনও ফোন আসল নাকি নকল, তাও জানা যায় এই অ্যাপে।
২০২৫ সালে এই অ্যাপ লঞ্চ হলেও, সঞ্চার সাথী পোর্টাল লঞ্চ হয়েছে ২০২৩ সালে। এই ওয়েবসাইট লঞ্চ হওয়ার পর থেকে ১ কোটির বেশি অননুমোদিত ফোন নম্বর বন্ধ হয়েছে। এ ছাড়াও এই অ্যাপের চক্ষু ফিচারের মাধ্যমে ২৯ লক্ষ নম্বর মার্ক করাও হয়েছে।
