কলকাতা: মকরসংক্রান্তিতে শেয়ার বাজার খোলা থাকবে কি না এই নিয়ে গতকাল থেকেই একটা দোটানা তৈরি হয়েছিল বিনিয়োগকারীদের মনে। তবে সেবি সূত্রে জানিয়ে দেওয়া হয়, গোটা দেশ উৎসবে মেতে থাকলেও খোলা থাকবে শেয়ার বাজার।
এই বছরের শুরুটা শেয়ার বাজারের জন্য কার্যত অনেকটাই কঠিন ছিল। বছরের শুরুর দিন থেকেই বেশ মোট অঙ্কের ক্ষতির সম্মুখীন হয়েছেন বিনিয়োগকারীরা। এমনকি, বিগত সপ্তাহেও শেয়ার বাজারে চলেছে ধাপে ধাপে পতন। দাম পড়েছে একাধিক নামীদামি কোম্পানি। গতকাল বাজার খুলতেই এক ধাক্কায় ৮০০ পয়েন্ট পড়ে যায় সেনসেক্স। গোটা দিনে ১০০০ পয়েন্ট নামে সেনসেক্স। জলের দরে নেমে আসে একাধিক বড় কোম্পানির শেয়ার। পতনের এই তালিকায় কিন্তু দেখা যায় আদানির নামও।
তবে মঙ্গলবার যেন ভাগ্য ঘোরে আদানির শেয়ারের। মকরসংক্রান্তির দিনে বিনিয়োগকারীদের মুখে হাসি ফোটাল আদানি। পুনরায় প্রাণ ফিরে পেল ওই গোষ্ঠীর ১১টি শেয়ার।
এদিন একলাফে ১৯ শতাংশ বৃদ্ধি পায় আদানি পাওয়ার ও প্রায় ১৪ শতাংশ বৃদ্ধি পায় আদানি গ্রিন এনার্জি। দাম বেড়ে আদানি পাওয়ারের এক একটি শেয়ারের দর দাঁড়ায় ৫৩৫ টাকায়। অন্য দিকে, ১১৯ টাকা প্রতি শেয়ারের দরে এসে দাঁড়ায় আদানি গ্রিন এনার্জি। ১৪ শতাংশ দাম বাড়ে আদানি এনার্জি সলিউশনের। ১৩ শতাংশ দাম বৃদ্ধি পায় আদানির আরও এক সংস্থা, আদানি টোটাল গ্যাসের। দাম বাড়ে আদানির একমাত্র মিডিয়া সংস্থা এনডিটিভির শেয়ারেরও।
একটা গোটা সপ্তাহের টানাপোড়েনের উঠে দাঁড়িয়েছে শেয়ার বাজারও। এদিন ৫০৫ পয়েন্ট বৃদ্ধি পায় সেনসেক্স। একই ভাবে ১৭৯ পয়েন্ট বৃদ্ধি নিফটি ৫০। কিন্তু পরিস্থিতি খানিকটা স্থিতিশীল হলেও শেয়ার বাজারের মাথা থেকে শনি এখনও নামেনি বলেই মত আর্থিক বিশেষজ্ঞদের। এদিন আবার ডলার কাছে মাথা নুইয়েছে রুপি। আর ভারতীয় মুদ্রা পতন যে শেয়ার বাজারে পড়তে পারে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।