AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

হাজার হাজার কোটির লোকসান Air India সহ একাধিক বিমান সংস্থার, লাভের মুখ দেখেছে শুধু IndiGo!

Air India, IndiGo: কয়েকদিন আগেই কেন্দ্র দেশের বিমান পরিবহন নিয়েম একটি রিপোর্ট প্রকাশ করে। যেখানে দেশের সব বিমান পরিবহন সংস্থার পার্ফরম্যান্স নিয়ে তথ্য দিয়েছে।

হাজার হাজার কোটির লোকসান Air India সহ একাধিক বিমান সংস্থার, লাভের মুখ দেখেছে শুধু IndiGo!
Image Credit: PTI
| Updated on: Aug 25, 2025 | 1:26 PM
Share

বিমান পরিবহনের ব্যবসা আসলে হাতি পোষার সমান। ভারত সহ গোটা পৃথিবীতেই এই নিয়ে একটা কথা বেশ চালু রয়েছে। ব্রিটিশ ব্যবসায়ী রিচার্ড ব্র্যানসন মজার ছলে বলেছিলেন, “আপনি যদি লাখ টাকার মালিক (পড়ুন মিলিয়নেয়র) হতে চান তাহলে কোটি টাকা (পড়ুন বিলিয়ন ডলার) নিয়ে একটা বিমান পরিবহনের ব্যবসা শুরু করতে পারেন”। তাঁর এই বক্তব্যই বুঝিয়ে দেয় বিমান পরিবহনের সেক্টর কতটা লস মেকিং সেক্টর।

কয়েকদিন আগেই কেন্দ্র দেশের বিমান পরিবহন নিয়েম একটি রিপোর্ট প্রকাশ করে। যেখানে দেশের সব বিমান পরিবহন সংস্থার পার্ফরম্যান্স নিয়ে তথ্য দিয়েছে। এই রিপোর্টে দেখা যাচ্ছে, ২০২৪-২৫ অর্থবর্ষে ভারতের বিমান পরিবহন সেক্টরে একটা অদ্ভূত অসামঞ্জস্য রয়েছে। সেটা কেমন? একদিকে গোটা এয়ার ইন্ডিয়া গ্রুপ যেমন বিরাট ক্ষতির সম্মুখীন হয়েছে, তেমনই বিরাট লাভের মুখ দেখেছে ইন্ডিগো। এমনকি একদা লাভজনক বিমান পরিবাহক এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসও বিরাট ক্ষতির সম্মুখীন হয়েছে। যদিও এই সব তথ্যই কর পূর্ববর্তী।

এয়ার ইন্ডিয়া এক অর্থবর্ষে ৩ হাজার ৮৯০ কোটি টাকা ক্ষতির সম্মুখীন হয়েছে। ৫ হাজার ৬৭৮ কোটি টাকা ক্ষতির সম্মুখীন হয়েছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসও। ফলে এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের সম্মিলিত ক্ষতির পরিমাণ ৯ হাজার ৫৬৮ কোটি টাকা। অন্যদিকে, কর পূর্ববর্তী আয়ে ৭ হাজার ৫৮৭ কোটি টাকা লাভের মুখ দেখেছে ইন্ডিগো। যদিও ক্ষতি হয়েছে বাকি সব এয়ারলাইন্সের। এর মধ্যে রয়েছে আকাসা এয়ার। রয়েছে স্পাইসজেটও।