Share Market News, IDFC First Bank: হাজার হাজার কোটি টাকা ‘হারাল’ এই ব্যাঙ্ক, আপনারও কি ‘সঞ্চয়’ ছিল এখানে?

Jan 27, 2025 | 8:16 PM

IDFC First Bank: বাজার খোলার পর থেকেই ক্রমশ নিম্নগামী হয়েছে আইডিএফসি ব্যাঙ্কের শেয়ার। সারাদিনে প্রায় ৯ শতাংশ পড়েছে এই ব্যাঙ্ক। গত শনিবার এই ব্যাঙ্কের তৃতীয় ত্রৈমাসিক ফলাফল প্রকাশের পর দেখা গিয়েছে প্রথম ত্রৈমাসিকের তুলনায় রেভেনিউ বেড়েছে কিন্তু কমে গিয়েছে প্রফিট।

Share Market News, IDFC First Bank: হাজার হাজার কোটি টাকা ‘হারাল’ এই ব্যাঙ্ক, আপনারও কি সঞ্চয় ছিল এখানে?

Follow Us

আজ ২৭ জানুয়ারি, সকালে সামান্য উঠলেও তার পর ক্রমশ নীচের দিকেই নেমেছে বাজার। আর এর অবস্থায় একাধিক বড় বড় সংস্থা আজ তাদের ৫২ সপ্তাহের সবচেয়ে কম দামের রেকর্ড ছুঁয়ে ফেলেছে। এর মধ্যে ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, টাটা মোটরস, জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস, অ্যাক্সিস ব্যাঙ্ক, আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক, এমআরএফ ও সাইয়েন্ট উল্লেখযোগ্য। আর এসবের মধ্যে একমাত্র সংস্থা JK সিমেন্ট তাদের ৫২ সপ্তাহের সর্বোচ্চ দামের রেকর্ড স্পর্শ করেছে। অন্যদিকে, বাজার খোলার পর থেকেই ক্রমশ নিম্নগামী হয়েছে আইডিএফসি (IDFC First Bank) ব্যাঙ্কের শেয়ার। সারাদিনে প্রায় ৯ শতাংশ পড়েছে এই ব্যাঙ্ক। গত শনিবার আইডিএফসি (IDFC) ব্যাঙ্কের তৃতীয় ত্রৈমাসিক ফলাফল প্রকাশের পর দেখা গিয়েছে প্রথম ত্রৈমাসিকের তুলনায় রেভেনিউ বেড়েছে কিন্তু কমে গিয়েছে প্রফিট। আর এরই প্রভাব পড়েছে ব্যাঙ্কের শেয়ারের দরে।

আজ বাড়ল যারা:

আজ ২৪ জানুয়ারি নিফটি ৫০ পড়েছে ২৬৩.০৫ পয়েন্ট। যদিও এই পতনের মধ্যেও বেড়েছে অনেক শেয়ারের দাম। সর্বোচ্চ ৯ শতাংশ বেড়েছে বঙ্কা বায়ো লুর শেয়ারের দাম। টারম্যাট লিমিটেডের শেয়ারের দাম বেড়েছে ৭ শতাংশের বেশি। এ ছাড়াও দাম বেড়েছে আরপিজি লাইফ সাইন্সেস, নাকোদা গ্রুপ, বোম্বে সুপার হাইব্রিড সিডসের শেয়ারের দাম।

আজ পড়ল যারা:

যদিও আজ পতন দেখা গিয়েছে অনেক বড় বড় সংস্থার শেয়ারে। ৫২ সপ্তাহের সবচেয়ে কম দামের রেকর্ড ছুঁয়ে ফেলেছে অনেক সংস্থার শেয়ার। সর্বোচ্চ ১৭.২৮ শতাংশ দাম পড়েছে অনন্ত রাজ লিমিটেডের শেয়ারের দাম। এ ছাড়াও দাম পড়েছে ইউ ওয়াই ফিনকর্প, গোদাবরী বায়োরিফাইনারিস, জগসোনপাল ফার্মাসিউটিক্যালস ও নিউট্যাব টেকনোলজিসের।

বাজারের টুকরো খবর:

  • আজ শেয়ার প্রতি ৪ টাকা হিসাবে ডিভিভেন্ড দিয়েছে কেইআই (KEI) ইন্ডাস্ট্রিজ
  • শেয়ার প্রতি ৩ টাকা হিসাবে ডিভিভেন্ড দিয়েছে পাওয়ার গ্রিড ইনফ্রা
  • আজ ত্রৈমাসিক ফলাফল প্রকাশ হয়েছে একাধিক সংস্থার। যার মধ্যে পিরামল এন্টারপ্রাইজ, এসিসি, ফেডারেল ব্যাঙ্ক, টাটা স্টিল, জিন্দাল ড্রিলিং, গঙ্গোত্রী টেক্সটাইলস, ইন্ডিয়ান অয়েল, ইমামি, অ্যাপোলো পাইপস, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, কানাড়া ব্যাঙ্ক, কোল ইন্ডিয়া, মাহিন্দ্রা লজিস্টিক্স, আদানি টোটাল গ্যাস, আদিত্য বিড়লা সান লাইফ এএমসি, আদানি উইলমার, বাজাজ হাউসিং ফ্যাইন্যান্স উল্লেখযোগ্য।
  • আগামিকাল জেনসার টেকনোলজিস, উইপ্রোর মতো সংস্থা ডিভিডেন্ড দেবে।

*২৭ জানুয়ারি বাজার বন্ধের সময়ের তথ্য অনুযায়ী

শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।