আজ ২৭ জানুয়ারি, সকালে সামান্য উঠলেও তার পর ক্রমশ নীচের দিকেই নেমেছে বাজার। আর এর অবস্থায় একাধিক বড় বড় সংস্থা আজ তাদের ৫২ সপ্তাহের সবচেয়ে কম দামের রেকর্ড ছুঁয়ে ফেলেছে। এর মধ্যে ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, টাটা মোটরস, জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস, অ্যাক্সিস ব্যাঙ্ক, আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক, এমআরএফ ও সাইয়েন্ট উল্লেখযোগ্য। আর এসবের মধ্যে একমাত্র সংস্থা JK সিমেন্ট তাদের ৫২ সপ্তাহের সর্বোচ্চ দামের রেকর্ড স্পর্শ করেছে। অন্যদিকে, বাজার খোলার পর থেকেই ক্রমশ নিম্নগামী হয়েছে আইডিএফসি (IDFC First Bank) ব্যাঙ্কের শেয়ার। সারাদিনে প্রায় ৯ শতাংশ পড়েছে এই ব্যাঙ্ক। গত শনিবার আইডিএফসি (IDFC) ব্যাঙ্কের তৃতীয় ত্রৈমাসিক ফলাফল প্রকাশের পর দেখা গিয়েছে প্রথম ত্রৈমাসিকের তুলনায় রেভেনিউ বেড়েছে কিন্তু কমে গিয়েছে প্রফিট। আর এরই প্রভাব পড়েছে ব্যাঙ্কের শেয়ারের দরে।
আজ বাড়ল যারা:
আজ ২৪ জানুয়ারি নিফটি ৫০ পড়েছে ২৬৩.০৫ পয়েন্ট। যদিও এই পতনের মধ্যেও বেড়েছে অনেক শেয়ারের দাম। সর্বোচ্চ ৯ শতাংশ বেড়েছে বঙ্কা বায়ো লুর শেয়ারের দাম। টারম্যাট লিমিটেডের শেয়ারের দাম বেড়েছে ৭ শতাংশের বেশি। এ ছাড়াও দাম বেড়েছে আরপিজি লাইফ সাইন্সেস, নাকোদা গ্রুপ, বোম্বে সুপার হাইব্রিড সিডসের শেয়ারের দাম।
আজ পড়ল যারা:
যদিও আজ পতন দেখা গিয়েছে অনেক বড় বড় সংস্থার শেয়ারে। ৫২ সপ্তাহের সবচেয়ে কম দামের রেকর্ড ছুঁয়ে ফেলেছে অনেক সংস্থার শেয়ার। সর্বোচ্চ ১৭.২৮ শতাংশ দাম পড়েছে অনন্ত রাজ লিমিটেডের শেয়ারের দাম। এ ছাড়াও দাম পড়েছে ইউ ওয়াই ফিনকর্প, গোদাবরী বায়োরিফাইনারিস, জগসোনপাল ফার্মাসিউটিক্যালস ও নিউট্যাব টেকনোলজিসের।
বাজারের টুকরো খবর:
*২৭ জানুয়ারি বাজার বন্ধের সময়ের তথ্য অনুযায়ী
শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।