Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

EPFO Fund Withdrwal: চাকরি বদলালেই কি তুলে ফেলা উচিৎ পিএফের টাকা? জেনে নিন

TV9 Bangla Digital

| Edited By: অরিজিৎ দে

Updated on: Mar 14, 2022 | 7:28 PM

Employee provident fund: বারবার চাকরি পরিবর্তন করলেও পিএফের টাকা বারবার না তোলই উচিৎ বলেই মনে করেন বিশেষজ্ঞরা।

বর্তমান সময়ে যাঁরা চাকরি করেন, মূলত বেসরকারি চাকরি, তাদের মধ্যে ঘনঘন চাকরি বদলের প্রবণতা দেখা যায়। কারণ ভাল সুযোগ এলে কে আর সেই সুযোগ হাতছাড়া করতে চায়। ভাল বেতন বা পদোন্নতিই সাধারণ চাকরি বদলের প্রধান কারণ। তাই যুবসমাজের একটা বড় অংশ নির্দিষ্ট কিছু সময়ের পরই ভাল সুযোগ পেলেই বদলে ফেলেন চাকরি। তবে চাকরি বদলালেও অনেকের মনেই প্রশ্ন থেকে যায়, আগের সংস্থা প্রভিডেন্ট ফান্ড বা পিএফ (Provident) বাবদ বেতন থেকে যে টাকা কেটেছে, সেই টাকা এবার কী করা উচিৎ। চাকরি বদলে ফেলার সঙ্গে সঙ্গে সেই টাকা কী তুলে নেওয়া উচিৎ না কী অন্য কোনও পদ্ধতি রয়েছে?

বারবার চাকরি পরিবর্তন করলেও পিএফের টাকা বারবার না তোলই উচিৎ বলেই মনে করেন বিশেষজ্ঞরা। ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর বা ইউএএন থাকলে নতুন পিএফ অ্যাকাউন্টের কোনও প্রয়োজন নেই। পিএফ-র জন্য একটি অ্যাকাউন্টই যথেষ্ট। ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলির মধ্যে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড এখন সব থেকে বেশি সুদ দেয়। সাম্প্রতিক পরিবর্তনের পর ইপিএফে মোট ৮.১ শতাংশ সুদ পাওয়া যায়। বিস্তারিত জানার জন্য এই ভিডিয়োটি আপনাকে অবশ্যই দেখতে হবে।

Published on: Mar 14, 2022 07:28 PM