Life Insurance: জীবন বিমা আছে? এই কাজ করবেন না ভুলেও, বাতিল হতে পারে বিমার ক্লেম
Term Insurance: অনেক সময় দেখা যায় কোনও ব্যক্তির পলিসি কেনার আগে কোনও রোগ ছিল, কিন্তু কেনার সময় তার কোনও উল্লেখ নেই। সেই রোগেই যদি ওই ব্যক্তির মৃত্যু হয়, তবে তাঁর পরিবারকে বিস্তুর সমস্যার মুখোমুখি হতে হবে।
ভবিষ্যতের কথা চিন্তা করেই অনেকেই জীবন বিমাতে (Life Insurance) বিনিয়োগ করেন। অনেকে আবার অ্যাক্সিডেন্টাল বেনিফিটের কারণেও বিমাতে বিনিয়োগ করে থাকেন। হঠাৎ করেই মৃত্যু হল পরিবার যাতে জীবন বিমা সংস্থা থেকে মোটা অঙ্কের টাকা পায়, সেই কারণেই বিমার বেশ চাহিদা রয়েছে। তবে অনেক সময়ই দেখা যায় বিমা আছে এমন কোনও ব্যক্তির মৃত্যু হওয়ার পর, তাঁর পরিবার যখন বিমা সংস্থার কাছে তাঁর জীবন বিমা ক্লেম (Life Insurance Claim) করতে যায়, তখন সংস্থা তার আবেদন বাতিল করে দেয়। সাধারণত টার্ম ইনসিউরেন্সের ক্ষেত্রেই এই ধরনের ঘটনা ঘটে।
অনেক সময় দেখা যায় কোনও ব্যক্তির পলিসি কেনার আগে কোনও রোগ ছিল, কিন্তু কেনার সময় তার কোনও উল্লেখ নেই। সেই রোগেই যদি ওই ব্যক্তির মৃত্যু হয়, তবে তাঁর পরিবারকে বিস্তুর সমস্যার মুখোমুখি হতে হবে। পলিসি কেনার সময় ছোট ছোট ভুল থেকে যাবতীয় সমস্যার শুরু হয়। কেনও ক্লেম রিজেক্ট হয়? সাধারণ বিমা করার সময় শারীরিক অসুস্থতার কথা গোপন করলে বা মদ্যপান ও ধূমপানের মত তথ্য গোপন করলে বাতিল হতে পারে বিমার ক্লেম। এমনকী মৃত্যুর কারণ নিয়ে কোনও ধোঁয়াশা থাকলেও বিমার ক্লেম বাতিল হতে পারে।