Salary Account: চাকরি বদলের সঙ্গে স্যালারি অ্যাকাউন্টও বদলাচ্ছেন? এই শর্ত না মানলে মোটা জরিমানা দিতে হবে আপনাকে…

TV9 Bangla Digital

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Updated on: Mar 14, 2022 | 3:04 PM

Salary Account: সবরকমের স্যালারি অ্যাকাউন্টই "জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট" হয়। পরপর তিন মাস যদি সেই অ্যাকাউন্টে টাকা না ঢোকে, তাহলে সেই অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্টে রূপান্তরিত হয়ে যায়।

একের পর এক দারুণ চাকরির সুযোগ পাচ্ছেন? নতুন চাকরির সঙ্গে সঙ্গে কি বেতন বা স্যালারি অ্যাকাউন্টও বদলাচ্ছেন? তবে কিন্তু জরিমানা দিতে হতে পারে আপনাকে। ঘন ঘন চাকরি বদল করেন, তবে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে সতর্ক হন। নিয়ম অনুযায়ী, যদি কোনও ব্যক্তির কোনও এক ব্যাঙ্কে একটি অ্যাকাউন্ট থাকে, তবে তাঁকে আর দ্বিতীয় অ্যাকাউন্ট খুলতে দেওয়া হয়না। বরং যদি স্যালারি অ্যাকাউন্টে নিয়মিত টাকা জমা না পড়ে, তবে আপনাকে অ্যাকাউন্টটি পুনরায় চালু করার জন্য মোটা অঙ্কের জরিমানাও দিতে হবে। সবরকমের স্যালারি অ্যাকাউন্টই “জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট” হয়। পরপর তিন মাস যদি সেই অ্যাকাউন্টে টাকা না ঢোকে, তাহলে সেই অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্টে রূপান্তরিত হয়ে যায়। প্রতিটি সেভিংস অ্যাকাউন্টেই ন্যূনতম ব্যালেন্স রাখতে হয়। অ্যাকাউন্টের ধরন অনুযায়ী ন্যূনতম ৫০০ টাকা থেকে ১০ হাজার টাকা হতে পারে সেই অঙ্কটা। যদি অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না থাকে, তবে ব্যাঙ্ক প্রতি মাসে একটি নির্দিষ্ট অঙ্ক অ্যাকাউন্ট থেকে জরিমানা বাবদ কেটে নেওয়া হয়। এছাড়া অ্যাকাউন্ট খুলতে ব্য়াঙ্ক অতিরিক্ত কোনও চার্জ না নিলেও, ডেবিট কার্ড-চেকবুক সহ একাধিক পরিষেবার জন্য বার্ষিক একটি অঙ্ক কেটে নেওয়া হয়।

Published on: Mar 14, 2022 03:00 PM