Bill Gates on Workweek: সপ্তাহে ৭০ ঘণ্টা, ৯০ ঘণ্টা কাজ! নারায়ণ মূর্তির নিদানের পর এবার মুখ খুললেন বিল গেটস!
NR Narayana Murthy: সপ্তাহে ৭০ ঘণ্টা কাজ করার নিদান দিয়েছিলেন ইনফোসিসের সহ প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি। এবার কাজ করা নিয়ে বক্তব্য রাখলেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস।

কয়েকদিন আগেই সপ্তাহে ৭০ ঘণ্টা কাজ করার নিদান দিয়েছিলেন ইনফোসিসের সহ প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি। আর সেই বিতর্কের আগুনে ঘি ঢেলেছিলেন এল অ্যান্ড টির চেয়ারম্যান এসএন সুব্রহ্ম্যনিয়ান। তিনি নিদান দিয়েছিলেন, সপ্তাহে ৯০ ঘণ্টা কাজ করার। ১ দিন সাপ্তাহিক ছুটি ধরলে নারায়ণ মূর্তির নিদান অনুযায়ী দৈনিক ১২ ঘণ্টা কাজ করতে হবে। আর এসএন সুব্রহ্ম্যনিয়ানের বক্তব্য অনুযায়ী দৈনিক ১৫ ঘণ্টা কাজ করলে তবেই সপ্তাহে ৯০ ঘণ্টা কাজ করা সম্ভব হবে।
তবে তাঁদের এই সব বক্তব্যের পর এবার কাজ করা নিয়ে বক্তব্য রাখলেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। তিনি বলছেন, আগামী ১০ বছরের মধ্যে এমন দিন আসতে চলেছে যেখানে সপ্তাহে মাত্র ২টো দিন কাজ করতে হবে মানুষকে।
বিল গেটস ভবিষ্যদ্বাণী করছেন যে আগামীতে কৃত্রিম বুদ্ধিমত্তাই বেশিরভাগ কাজ করবে, যা আজকে মানুষ করে থাকে। জিমি ফ্যালনের ‘দ্য টুনাইট শো’-তে গিয়ে তিনি এই কথা বলেছেন। আগেও বিল গেটস সাপ্তাহিক কাজের দিনের পরিমাণ কমানোর কথা বলেছেন। ২০২৩ সালে তিনি সপ্তাহে ৩ দিন কাজ করানোর পরামর্শ দিয়েছিলেন।
তথ্য বলছে, সপ্তাহে কাজের দিন কমে যাওয়া মানব সমাজে অনেক ভাল প্রভাব ফেলে। একটি সংস্থা বলছে, সপ্তাহে ১ টি কাজের দিন কমলে কর্মচারীদের প্রোডাক্টিভিটি ২৪ শতাংশ বৃদ্ধি পায়। জন্মহার বৃদ্ধি করার জন্য ইতিমধ্যেই জাপানের টোকিওর মেট্রোপলিটন সরকার সপ্তাহে কাজের দিন কমিয়ে ৪ করে দিয়েছে। জেপি মর্গ্যানের সিইও বলেছেন ইতিমধ্যেই তারা সপ্তাহে সাড়ে তিন দিন কাজ করার কথা নিয়ে চিন্তাভাবনা করছেন।
ভারতে এখনও বেশিরভাগ বেসরকারি সংস্থায় সপ্তাহে ৬ দিন কাজ করতে হয়। অনেক তথ্য প্রযুক্তি সংস্থায় যদিও কর্মচারীরা সপ্তাহে ৫ দিন কাজ করে। তবে, সপ্তাহে ৩ দিন বা ২ দিন কাজের বিষয়ে কোনও সংস্থা বা তাদের শীর্ষকর্তাদের কোনও বক্তব্য জানা যায়নি। ফলে, বিল গেটসের ভবিষ্যদ্বাণী আমাদের দেশে কতদিনে, কতটা কার্যকরী হবে সেটা সময়ই বলবে।





