Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Share Market News: নয়া অর্থবর্ষের প্রথম দিনেই ধাক্কা খেল বাজার, হুড়মুড়িয়ে পড়ল নিফটি-সেনসেক্স!

Stock Market: আজ পড়েছে ভারতের বেশিরভাগ সূচকই। ৭৩৭ পয়েন্ট পড়েছে নিফটি ব্যাঙ্ক। ৮৯২ পয়েন্ট পড়েছে বিএসই ব্যাঙ্কেক্স সূচক। ৬৭১ পয়েন্ট পড়েছে নিফটি নেক্সট ৫০। নিফটি মিডক্যাপ ১০০ পড়েছে ৪৪২ পয়েন্ট। ৯০৫ পয়েন্ট পড়েছে নিফটি আইটি সূচক।

Share Market News: নয়া অর্থবর্ষের প্রথম দিনেই ধাক্কা খেল বাজার, হুড়মুড়িয়ে পড়ল নিফটি-সেনসেক্স!
Image Credit source: lvcandy/DigitalVision Vectors/Getty Images
Follow Us:
| Updated on: Apr 02, 2025 | 12:20 AM

মার্চে ভারতের বাজার দারুণ ফলাফল করার পর মানুষের প্রত্যাশা ছিল এপ্রিলে আরও ভাল করবে ভারতের বাজার। কিন্তু নতুন অর্থবর্ষের প্রথম দিনই ভারতের দুই বেঞ্চমার্ক সূচক পড়েছে বেশ খানিকটা করে। ৩৫৩ পয়েন্ট পড়েছে নিফটি ৫০ সূচক। অন্যদিকে, ১,৩৯০ পয়েন্ট পড়েছে আর এক বেঞ্চমার্ক সূচক বিএসই সেনসেক্সও।

আজ পড়েছে ভারতের বেশিরভাগ সূচকই। ৭৩৭ পয়েন্ট পড়েছে নিফটি ব্যাঙ্ক। ৮৯২ পয়েন্ট পড়েছে বিএসই ব্যাঙ্কেক্স সূচক। ৬৭১ পয়েন্ট পড়েছে নিফটি নেক্সট ৫০। নিফটি মিডক্যাপ ১০০ পড়েছে ৪৪২ পয়েন্ট। ৯০৫ পয়েন্ট পড়েছে নিফটি আইটি সূচক।

ভারতের বাজার আজ বেশ অনেকটা পড়লেও সামান্য উঠেছে জাপানি সূচক নিক্কেই। মাত্র ৮৭ পয়েন্ট বেড়েছে চিনা সূচক হ্যাংসেং।

আজ বাড়ল যারা:

ভোডাফোন-আইডিয়ায় ভারত সরকারের অংশীদারিত্ব বাড়ার ঘোষণা হওয়ার পরই আজ আপার সার্কিট হিট করে সংস্থার শেয়ারের দাম। এ ছাড়াও আজ আপার সার্কিট হিট করেছে হেস্টার বায়োসাইন্সেস ও র‍্যাডিয়েন্ট ক্যাশ ম্যানেজমেন্ট। এ ছাড়াও আজ বেড়েছে অরক্যাশপ এবং মানাকসিয়া অ্যালুমিনিয়াম।

আজ পড়ল যারা:

আজ লোয়ার সার্কিট হিট করেছে পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক। এ ছাড়াও আজ পড়েছে ইউকো ব্যাঙ্ক, ওয়ানসোর্স স্পেশালিটি ফার্মা, বৈশালী ফার্মা, ডিআরসি সিস্টেমস।

বাজারের টুকরো খবর:

  • আজ ৫২ সপ্তাহের সর্বোচ্চ দর ছুঁয়েছে আভাস ফাইন্যান্সার্স ও করমণ্ডল ইন্টারন্যাশনাল।
  • অন্যদিকে আজ ৫২ সপ্তাহের সর্বনিম্ন দর ছুঁয়ে ফেলেছে একাধিক সংস্থা। এর মধ্যে রয়েছে টাইটান, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, টাটা এল্যাক্সি, মেট্রোপলিস হেলথকেয়ার, হ্যাপিয়েস্ট মাইন্ডস টেকনোলজিস, ইউকো ব্যাঙ্ক, সোনা বিএলডব্লিউ পার্সিশন ফর্জিংস, বিড়লা সফট ও সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

*১ এপ্রিল বাজার বন্ধের সময়ের তথ্য অনুযায়ী

শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।