Provident Fund: প্রভিডেন্ট ফান্ড নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের, লাভবান হবেন সাড়ে সাত কোটি সদস্য
Provident Fund: অটো সেটেলমেন্ট প্রকল্প ২০২০ সালের এপ্রিলে চালু হয়। তখন শুধু অসুস্থতার জন্য আগাম ক্লেম করা যেত। ২০২৪ সালের মে মাসে আগাম ক্লেম ৫০ হাজার টাকা থেকে বাড়িতে ১ লক্ষ টাকা করা হয়। চিকিৎসা ছাড়াও শিক্ষা, বিবাহ ও বাড়ি কেনার ক্ষেত্রে অগ্রিম ক্লেম করা যাবে বলেও সিদ্ধান্ত নেয় EPFO।

নয়াদিল্লি: চিকিৎসার জন্য় টাকার প্রয়োজন। কিংবা বাড়ি কিনবেন। লাগবে কয়েক লক্ষ টাকা। হঠাৎ কোথা থেকে এত টাকা জোগাড় করবেন? এবার এই দুশ্চিন্তা দূর হতে চলেছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)-র সদস্যদের। EPFO-র নতুন সিদ্ধান্ত লাভবান হতে চলেছেন দেশের বিভিন্ন বেসরকারি সংস্থার সাড়ে সাত কোটি কর্মী। সূত্র উদ্ধৃতি করে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, অটো সেটেলমেন্ট অব অ্যাডভ্যান্সড ক্লেম (এএসএসি)-র মাধ্যমে এবার থেকে EPFO সদস্যরা প্রভিডেন্ট ফান্ড থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত তুলতে পারবেন। যা আগে ছিল এক লক্ষ টাকা।
গত সপ্তাহে সেন্ট্রাল বোর্ড অব ট্রাস্টিসের (সিবিটি) ১১৩ তম এক্সজিকিউটিভ কমিটির বৈঠক হয়েছিল। সেখানে আগাম ক্লেমের অঙ্ক ১ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকার প্রস্তাব দেওয়া হয়। সূত্রের খবর, কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের সচিব সুমিতা দাওরা সেই প্রস্তাব অনুমোদন করেছেন।
এবার সিবিটি অনুমোদন দিলেন EPFO সদস্যরা এএসএসি-র মাধ্যমে ৫ লক্ষ টাকা পর্যন্ত তুলতে পারবেন। প্রসঙ্গত, অটো সেটেলমেন্ট প্রকল্প ২০২০ সালের এপ্রিলে চালু হয়। তখন শুধু অসুস্থতার জন্য আগাম ক্লেম করা যেত। ২০২৪ সালের মে মাসে আগাম ক্লেম ৫০ হাজার টাকা থেকে বাড়িতে ১ লক্ষ টাকা করা হয়। চিকিৎসা ছাড়াও শিক্ষা, বিবাহ ও বাড়ি কেনার ক্ষেত্রে অগ্রিম ক্লেম করা যাবে বলেও সিদ্ধান্ত নেয় EPFO।
এই খবরটিও পড়ুন
এর আগে EPFO সিদ্ধান্ত নিয়েছিল, চলতি বছরের মে-জুন মাস থেকে ইউনাইটেড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) মাধ্য়মে টাকা তুলতে পারবেন EPFO সদস্যরা। ইউপিআইয়ের নিয়ন্ত্রণকারী সংস্থা ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়াকে এই সংক্রান্ত যাবতীয় অনুমোদন দিয়েছে কেন্দ্র। প্রভিডেন্ট ফান্ডের টাকা তোলার ক্ষেত্রে ইউপিআই মাধ্যম যুক্ত হওয়ার অগ্রিম ক্লেম সেটেলমেন্টের সময় অনেকটাই কমে যাবে বলে বিশেষজ্ঞরা বলছেন।





