Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Share Market News: দ্বিতীয় দিনেই ঘুরে দাঁড়াল বাজার, বেশ খানিকটা উঠল ভারতের দুই বেঞ্চমার্ক সূচক!

Stock Market, Nifty 50-Sensex: আজ ৬৬ পয়েন্ট উঠল ভারতের বেঞ্চমার্ক সূচক নিফটি ৫০। অন্যদিকে, ৫৯২ পয়েন্ট উঠল আর এক বেঞ্চমার্ক সূচক সেনসেক্স।

Share Market News: দ্বিতীয় দিনেই ঘুরে দাঁড়াল বাজার, বেশ খানিকটা উঠল ভারতের দুই বেঞ্চমার্ক সূচক!
Follow Us:
| Updated on: Apr 02, 2025 | 8:29 PM

নয়া অর্থবর্ষের দ্বিতীয় দিনে কিছুটা আশার আলো দেখাল ভারতের শেয়ার বাজার। ১৬৬ পয়েন্ট উঠল ভারতের বেঞ্চমার্ক সূচক নিফটি ৫০। অন্যদিকে, ৫৯২ পয়েন্ট উঠল আর এক বেঞ্চমার্ক সূচক সেনসেক্স।

আজ বেড়েছে একাধিক সূচক। ৫২০ পয়েন্ট বেড়েছে নিফটি ব্যাঙ্ক। ২২২ পয়েন্ট বেড়েছে নিফটি সিলেক্ট। ৭১৫ পয়েন্ট বেড়েছে নিফটি নেক্সট ৫০ ও ৮২৩ পয়েন্ট বেড়েছে নিফটি মিডক্যাপ ১০০।

আজ ভারতের বাজারের এই পজিটিভ মনোভাবের মধ্যেই হালকা চাপে বিদেশের বেশ কিছু বাজার। ৪ পয়েন্ট পড়েছে চিনা সূচক হ্যাংসেং। যদিও ১০১ পয়েন্ট উঠেছে জাপানি সূচক নিক্কেই।

আজ বাড়ল যারা:

আজ আপার সার্কিট হিট করেছে বাজার স্টাইল রিটেল ও হেস্টার বায়োসাইন্সের শেয়ার। এ ছাড়াও আজ বেড়েছে অরক্যাশপ, কিনোট ফাইন্যান্সিয়াল ও গুজরাট অ্যালকালাইসের শেয়ারের দাম।

আজ পড়ল যারা:

কোনও সংস্থা সেভাবে লোয়ার সার্কিট হিট না করলেও আজ পড়েছে পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মতো দুই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শেয়ার। এ ছাড়াও আজ পড়েছে গঙ্গোত্রী টেক্সটাইল, ওয়ানব্যুরি ও আর্শিয়ার শেয়ারের দাম।

বাজারের টুকরো খবর:

  • আজ ১:১ অনুপাতে বোনাস দিয়েছে সহজ সোলার
  • শেয়ার প্রতি ২৫ টাকা ডিভিডেন্ড দিয়েছে এডিসি ইন্ডিয়া
  • শেয়ার প্রতি ৪ টাকা ৫০ পয়সা ডিভিডেন্ড দিয়েছে এমএসটিসি
  • আজ ডিভিডেন্ড দিয়েছে রেলটেলও। শেয়ার প্রতি ১ টাকা ডিভিডেন্ড দিয়েছে তারা।
  • আজ ৫২ সপ্তাহের সর্বোচ্চ দর ছুঁয়েছে আভাস ফাইন্যান্সার্স, জেএসডব্লিউ হোল্ডিংস ও চম্বল ফার্টিলাইজার্স।
  • অন্যদিকে আজ ৫২ সপ্তাহের সর্বনিম্ন দর ছুঁয়ে ফেলেছে একাধিক সংস্থা। এর মধ্যে রয়েছে টাইটান, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, কেইআই ইন্ডাস্ট্রিজ, মেট্রোপলিস হেলথকেয়ার, হ্যাপিয়েস্ট মাইন্ডস টেকনোলজিস, ইউকো ব্যাঙ্ক, সোনা বিএলডব্লিউ পার্সিশন ফর্জিংস, বিড়লা সফট ও সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, কাজারিয়া সেরামিকস।

*২ এপ্রিল বাজার বন্ধের সময়ের তথ্য অনুযায়ী

শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।