Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mahindra, Pakistan: পাকিস্তানের মহম্মদের হাতে থাকত মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা গাড়ি সংস্থার মালিকানা!

Mahindra & Mohammad: মাহিন্দ্রার নতুন দুই ইলেকট্রিক এসইউভি এখন চোখ টানছে নতুন প্রজন্মের। কিন্তু জানেন কি? স্বাধীনতার আগে স্থাপন হওয়া এই সংস্থার নাম কিন্তু মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা না হয়ে হতে পারত মাহিন্দ্রা অ্যান্ড মহম্মদ।

Mahindra, Pakistan: পাকিস্তানের মহম্মদের হাতে থাকত মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা গাড়ি সংস্থার মালিকানা!
Follow Us:
| Updated on: Apr 02, 2025 | 9:29 PM

দেশের অন্যতম বড় গাড়ি প্রস্তুতকারক সংস্থা মাহিন্দ্রা। বাস, ট্রাকের মতো কমার্শিয়াল গাড়ি যেমন তারা যেমন তৈরি করে, তেমনই তৈরি করে এসইউভির মতো গাড়ি। স্করপিও, বোলেরোর মতো গাড়ি যেমন অনেকদিনই মানুষের পছন্দের তালিকায় রয়েছে। তেমনই মাহিন্দ্রার নতুন দুই ইলেকট্রিক এসইউভি এখন চোখ টানছে নতুন প্রজন্মের। কিন্তু জানেন কি? স্বাধীনতার আগে স্থাপন হওয়া এই সংস্থার নাম কিন্তু মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা না হয়ে হতে পারত মাহিন্দ্রা অ্যান্ড মহম্মদ।

স্বাধীনতার আগে, ১৯৪৫ সালের ২ অক্টোবর পঞ্জাবের লুধিয়ানায় এই সংস্থা প্রতিষ্ঠা করেন কেসি মাহিন্দ্রা, জেসি মাহিন্দ্রা ও গুলাম মহম্মদ। এই সংস্থায় গোলাম মহম্মদের খুব সামান্যই অংশীদারিত্ব ছিল। কিন্তু এর পরও মাহিন্দ্রা ভাইয়েরা সংস্থার নাম মাহিন্দ্রা ও মহম্মদ রাখবেন বলে ঠিক করেন।

শুরুর দিকে এই সংস্থা ইস্পাত ব্যবসায় নাম লিখিয়েছিল। কিন্তু স্বাধীনতার পর গোলাম মহম্মদ পাকিস্তানে চলে যান। পাকিস্তানের প্রথম অর্থমন্ত্রীও হন তিনি। এ ছাড়াও ১৯৫১ সালে সে দেশের গভর্নর জেনারেল হিসাবেও দায়িত্ব পালন করেন গোলাম মহম্মদ। সেই গলা মহম্মদের পাকিস্তানে চলে যাওয়ার পর নাম বদলে যায় সংস্থার। তখন নাম রাখা হয় মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা।

মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার প্রাক্তন চেয়ারম্যান কেশব মাহিন্দ্রা একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, গোলাম মহম্মদ পাকিস্তানে চলে যাওয়ায় বিরাট ধাক্কা খেয়েছিল মাহিন্দ্রা পরিবার। যদিও দুই পরিবারের মধ্যে বন্ধন দেশভাগের পরেও অটুট ছিল। ১৯৫৫ সালের গণতন্ত্র দিবসে গোলাম মহম্মদ যখন ভারতে আসেন তখন তিনি প্রথমেই কেশব মাহিন্দ্রার ঠাকুমাকে ডাকেন। সম্পর্কে তিনি গোলাম মহম্মদের মায়ের মতো ছিলেন। এই ঘটনাই প্রমাণ দেয় মাহিন্দ্রা পরিবারের সঙ্গে মহম্মদ পরিবারের সম্পর্ক কতটা সুন্দর ছিল।