Share Market, Dividend: এডিসি ইন্ডিয়ার লোভনীয় ডিভিডেন্ড, টাকা দিচ্ছে রেলটেলও!
Dividend: নতুন অর্থবর্ষের দ্বিতীয় দিনে ডিভিডেন্ড দেবে ৩টি সংস্থা। শেয়ার প্রতি ১ টাকা ডিভিডেন্ড দেবে রেলটেল। ৪ টাকা ৫০ পয়সা ডিভিডেন্ড দেবে এমএসটিসি ও শেয়ার প্রতি ২৫ টাকা ডিভিডেন্ড দেবে এডিসি ইন্ডিয়া কমিউনিকেশন।

বাজারে ওঠা-পড়া তো লেগেই রয়েছে। আর সেই ওঠা-পড়ার দিকে নজর থাকে বিনিয়োগকারীদের। তবে শুধু বাজারের ওঠা-পড়া নয়, একাধিক বিষয়ের দিকেই নজর রাখতে হয় শেয়ার বাজারে বিনিয়োগকারীদের। তাঁরা হিসাব রাখেন কখন কোন সংস্থা ডিভিডেন্ড দিচ্ছে, কখন কে বোনাস দিচ্ছে। কোন সংস্থা রাইটস ইস্যু করছে বা কাদের বোর্ড মিটিং রয়েছে কিম্বা কোন সংস্থার শেয়ার স্প্লিট করছে। কর্পোরেট ক্যালেন্ডারের দিকে নজর রাখলে কবে কোন সংস্থায় কী হচ্ছে সেই বিষয়ে জানা যায়।
নতুন অর্থবর্ষের আজ দ্বিতীয় দিন। আর দ্বিতীয় দিনেই ডিভিডেন্ড দেবে ৩টি সংস্থা। শেয়ার প্রতি ১ টাকা ডিভিডেন্ড দেবে রেলটেল। ৪ টাকা ৫০ পয়সা ডিভিডেন্ড দেবে এমএসটিসি ও শেয়ার প্রতি ২৫ টাকা ডিভিডেন্ড দেবে এডিসি ইন্ডিয়া কমিউনিকেশন।
আজ দিনের শুরুতে ৩০২ টাকা ১০ পয়সায় বিকিকিনি শুরু হয় রেলটেলের শেয়ারের। শেয়ার প্রতি ১ টাকা ডিভিডেন্ড দেবে সংস্থা। রেলটেলের মার্কেট ক্যাপ ৯ হাজার ৬৭৩ কোটি টাকা। ও সংস্থার শেয়ার প্রতি আয় ৮ টাকা ২২ পয়সা।
আজই শেয়ার প্রতি ৪ টাকা ৫০ পয়সা ডিভিডেন্ড দেবে এমএসটিসি। আজ দিনের শুরুতে ৫১৮ টাকায় বিকিকিনি শুরু হয়ে এমএসটিসির শেয়ারের। সংস্থার শেয়ার প্রতি আয় ৫৯ টাকা ৩২ পয়সা। সংস্থার মার্কেট ক্যাপ ৩ হাজার ৬৩৮ টাকা।
আজ শেয়ার প্রতি ২৫ টাকা ডিভিডেন্ড দেবে এডিসি ইন্ডিয়া কমিউনিকেশন। আজ দিনের শুরুতে ১ হাজার ৪১৮ টাকা ৯৫ পয়সায় বিকিকিনি শুরু হয় সংস্থার শেয়ারের। এই সংস্থার মার্কেট ক্যাপ ৬৫৪ কোটি টাকা। সংস্থার শেয়ার প্রতি আয় ৬১ টাকা ৮৪ পয়সা।
আজ অ্যানুয়াল জেনারেল মিটিং রয়েছে এসবিআই লাইফ ইন্সিওরেন্স, বায়োকন, এমপিএস, ক্যাপাসাইট ইনফ্রা, ভিডল কর্প ও ওরিয়েন্ট টেকের।
কোথাও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও বিশ্লেষণ করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।





