Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Manforce AI Condom: হাসবেন না, সত্যি! এবার AI কন্ডোম এনে বাজিমাত ম্যানফোর্সের, বিজ্ঞাপন দেখলে চমকে যাবেন

Manforce AI Condom: 'ম্যানফোর্স ডট এআই'। সংস্থার দাবি তাঁরাই বাজারে আনতে চলেছে প্রথম এআই কন্ডোম। তবে কন্ডোমে এআইয়ের কার্যকারীতা কী? কী ভাবে কাজ করবে এই কন্ডোম?

Manforce AI Condom: হাসবেন না, সত্যি! এবার AI কন্ডোম এনে বাজিমাত ম্যানফোর্সের, বিজ্ঞাপন দেখলে চমকে যাবেন
Follow Us:
| Updated on: Apr 01, 2025 | 5:05 PM

সব ক্ষেত্রেই থাবা বসাচ্ছে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স(এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা। তাই বলে কন্ডোমেও এআই! ভেবেছেন কোনও দিন? তবে আপনি না মানলেও এটাই সত্যি হতে চলেছে। বিশ্বের সর্বপ্রথম এআই পাওয়ারড কন্ডোম নিয়ে আসছে বিখ্যাত কন্ডোম প্রস্তুতকারী সংস্থা ম্যানফোর্স।

তার নাম ‘ম্যানফোর্স ডট এআই’। সংস্থার দাবি তাঁরাই বাজারে আনতে চলেছে প্রথম এআই কন্ডোম। তবে কন্ডোমে এআইয়ের কার্যকারীতা কী? কী ভাবে কাজ করবে এই কন্ডোম?

বিশেষ এই এআই কন্ডোমে থাকছে ইনটেলিজেন্স গ্রিড, লোকালাইজড সারফেস। এই কন্ডোমের ত্বক সাধারণ কন্ডোমের মতো মসৃণ নয়। বিশেষ এই ডটেড কন্ডোমে থাকবে ১৮৬৯টি ডট। থাকবে এআই বিশিষ্ট একটি মাইক্রো চিপ। প্রেসার অ্যাডাপটিভ ফিট সুবিধা। যার মাধ্যমে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন এই ১৮৬৯টি ডটের ভাইব্রেশন। অর্থাৎ সঙ্গমের সময় আপনি কী চাইছেন তাও নিয়ন্ত্রণে থাকবে আপনার। থাকবে ফ্লেক্সিফিট এআই ৩৬০ ডায়ানামিক মডিউলেশন। যাতে সহজে ফিট হয় কন্ডোম।

সংস্থার দাবি সঙ্গমের সময় আপনাকে এবং আপনার সঙ্গীকে মনের মতো সুখ দিতেই ডিজাইন করা হয়েছে এই কন্ডোম। চমক এখানেই শেষ নয়।

এই কন্ডোমের সবচেয়ে চমকে দেওয়া বৈশিষ্ট্য হল রিপোর্ট কার্ড। সংস্থার দাবি সঙ্গমের সময় আপনার পারফম্যান্সের প্রতিটা সেকেন্ডের হিসেব কষবে এই কন্ডোম। সঙ্গমের পরে বাক্সের গায়ে থাকা কিউ আর কোড স্ক্যান করলেই মোবাইলে দেখতে পাবেন, ‘স্যাটিসফ্যাকশন স্কোর’, ‘স্ট্রোক পার মিনিট’, ‘ডিউরেশন’ মতো তথ্য।

কবে থেকে বাজারে এই কন্ডোম পাওয়া যাবে তা এখনই খোলসা না করলেও, তা যে শীঘ্রই আসতে চলেছে তাও স্পষ্ট করে দিয়েছে।