World Stock Market: রক্তের বন্যা বইল বিশ্ব জুড়ে, ট্রাম্পের হাতেই বলি হল শেয়ার বাজার!
Donald Trump: ২০২০-এর করোনাকালের পর বৃহস্পতিবার সবচেয়ে খারাপ দিন গিয়েছে ওয়াল স্ট্রিটে। ডাও জোনস পড়েছে প্রায় ১,৭০০ পয়েন্ট। এস অ্যান্ড পি ৫০০ পড়েছে ৫ শতাংশ।

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারস্পরিক শুল্ক ঘোষণার পর ৩ এপ্রিল ভারতের বাজার সেভাবে প্রতিক্রিয়া দেখায়নি। কিন্তু ৩ এপ্রিল হুড়মুড়িয়ে পড়ে বিদেশের একাধিক সূচক। এস অ্যান্ড পি ৫০০ পড়েছে ৪.৪৮ শতাংশ। ডাও জোনস ট্রান্সপোর্টেশন অ্যাভারেজ পড়েছে ৯.১৫ শতাংশ। কেবিডব্লিউ ন্যাসড্যাক ব্যাঙ্ক সূচক পড়েছে ৯.৮৬ শতাংশ।
ভারতের দুই বেঞ্চমার্ক সূচক নিফটি ৫০ ও সেনসেক্স হুড়মুড়িয়ে পড়ল ৪ এপ্রিল, শুক্রবার। ১.৪৯ শতাংশ পড়েছে নিফটি ও ১.২২ শতাংশ পড়েছে সেনসেক্স। এদিন ভারতের একাধিক সেক্টর একেবারে হুড়মুড়িয়ে পড়েছে। এর মধ্যে রয়েছে মেটাল, ফার্মা, তথ্য প্রযুক্তি ও কমোডিটিস। এর মধ্যে সবচেয়ে বেশি ৬.৫৬ শতাংশ পড়েছে নিফটি মেটাল সূচক।
তথ্য বলছে, ২০২০-এর করোনাকালের পর বৃহস্পতিবার সবচেয়ে খারাপ দিন গিয়েছে ওয়াল স্ট্রিটে। ডাও জোনস পড়েছে প্রায় ১,৭০০ পয়েন্ট। এস অ্যান্ড পি ৫০০ পড়েছে ৫ শতাংশ। ন্যাসড্যাক কম্পোসিট পড়েছে প্রায় ৬ শতাংশ।
এসবের মধ্যেই চিন ঘোষণা করেছে তারাও আমেরিকান পণ্যের উপর বাড়তি শুল্ক চাপাবে। চিনা অর্থমন্ত্রকের মুখপাত্র ৪ এপ্রিল জানিয়েছে তারা আগামী ১০ তারিখ থেকে আমদানিকৃত আমেরিকান সমস্ত পণ্যের উপর ৩৪ শতাংশ কর বসাবে।
ট্রাম্পের এই শুল্কের প্রভাব শেয়ার বাজারে পড়লেও তথ্য ও বিশেষজ্ঞরা বলছেন এই শুল্কের খুব বেশি প্রভাব পড়বে না ভারতের অর্থনীতিতে। কারণ, এই শুল্কের আওতার বাইরে থাকবে ভারতের ফার্মা সংস্থাগুলো। এ ছাড়াও আইটির ক্ষেত্রে অনেক সংস্থায় সরাসরি কোনও প্রভাবও পড়বে না এই শুল্ক যুদ্ধের। এ ছাড়াও কিছুটা ধাক্কা খেয়েছে ভারতের টেক্সটাইল বাজার। যদিও ভারতের থেকেও বেশি ধাক্কা খেয়েছে আমেরিকায় বস্ত্র রফতানিকারী আরও ২টো দেশ। আর সেই কারণেই মনে করা হচ্ছে এতে আখেরে লাভবানই হবে ভারতের বাজার।





