Share Market News: বাজারের রেড ফ্রাইডে, হুড়মুড়িয়ে পড়ল দেশের বেশিরভাগ সূচকই!
Stock Market Fall: ১,৬৩৫ পয়েন্ট পড়েছে নিফটি নেক্সট ৫০। ১,৫১৬ পয়েন্ট পড়েছে নিফটি মিডক্যাপ ১০০। ১,৬২৬ পয়েন্ট পড়েছে বিএসই স্মলক্যাপ সূচক ও ১,২৪৫ পয়েন্ট পড়েছে নিফটি আইটি সূচক।

আজ যেন শেয়ার বাজারের রেড ফ্রাইডে। আর শুক্রবারের বাজার হুড়মুড়িয়ে পড়েছে। ৩৪৫ পয়েন্ট পড়েছে ভারতের বেঞ্চমার্ক সূচক নিফটি ৫০। ৯৩০ পয়েন্ট পড়েছে ভারতের আর এক বেঞ্চমার্ক সূচক বিএসই সেনসেক্স।
এ ছাড়াও ১,৬৩৫ পয়েন্ট পড়েছে নিফটি নেক্সট ৫০। ১,৫১৬ পয়েন্ট পড়েছে নিফটি মিডক্যাপ ১০০। ১,৬২৬ পয়েন্ট পড়েছে বিএসই স্মলক্যাপ সূচক ও ১,২৪৫ পয়েন্ট পড়েছে নিফটি আইটি সূচক।
ট্রাম্পের শুল্ক যুদ্ধের প্রভাব পড়েছে এই সব সেক্টরে। আর একই সঙ্গে পড়েছে বাইরের দেশের একাধিক সূচক। গতকাল পড়েছিল ন্যাড্যাক, ডাও জোনস ও এস অ্যান্ড পি-র মতো আমেরিকান সূচক। পড়েছে চিনা সূচক হ্যাংসেং ও জাপানি সূচক নিক্কেইও।
আজ বাড়ল যারা:
আজ কোনও সংস্থা আপার সার্কিট হিট না করলেও বেড়েছে বাল ফার্মা, এস ইন্টিগ্রেটেড সলিউশন, কাবেরি সিড কোম্পানি, এক্সেল ইন্ডাস্ট্রিজ, ফেজ থ্রি লিমিটেডের শেয়ারের দাম।
আজ পড়ল যারা:
আজ পড়েছে গারওয়ার হাই-টেক ফিল্মস, পার্ল গ্লোবাল, গোল্ডিয়াম ইন্টারন্যাশনাল, অ্যাসোসিয়েট অ্যালকোহলস অ্যান্ড ব্রেওয়্যারিস, আরতি ফার্মাল্যাবসের শেয়ারের দাম।
বাজারের টুকরো খবর:
- আজ ৮৩টি শেয়ারে ৬৭টি করে শেয়ার দেবে বায়ো গ্রিন পেপারস লিমিটেড।
- শেয়ার প্রতি ৫০ পয়সা ডিভিডেন্ড দিয়েছে বরুণ বেভারেজেস।
- শেয়ার প্রতি ২ টাকা ডিভিডেন্ড দেবে ডিসিএম শ্রীরাম ইন্ডাস্ট্রিজ।
- আজ ৫২ সপ্তাহের সর্বোচ্চ দর ছুঁয়েছে জেএসডব্লিউ হোল্ডিংস।
- অন্যদিকে আজ ৫২ সপ্তাহের সর্বনিম্ন দর ছুঁয়ে ফেলেছে টাটা কন্সাল্টেন্সি সার্ভিসেস, সুপ্রিম ইন্ডাস্ত্রিজ, বিড়লাসফট, কাজারিয়া সেরামিকস, জিন্দাল স্টেনলেস, টিবিও টেক, এলটিআই মাইন্ডট্রি, সাইয়েন্ট, সোনাটা সফটওয়্যার, ইভেন্তুরাস নলেজ সলিউশোনস, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, টাটা এলাক্সি, হ্যাপিয়েন্ট মাইন্ডস, কেইআই ইন্ডাস্ট্রিজ, অপার ইন্ডাস্ট্রিজ, কেপিআইটি টেক, সোনা বিএলডব্লিউ প্রেসিশন ফোর্জিংস, ডক্টর রেড্ডিস ল্যাবরেটরিস, জাইডাস লাইফসাইন্সেস ও লিন্ডে ইন্ডিয়া।
*৪ এপ্রিল বাজার বন্ধের সময়ের তথ্য অনুযায়ী
শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।





