EXPLAINED: বাংলায় হিন্দুত্বের নতুন আইকন, শিবাজি ছেড়ে সঙ্ঘের শশাঙ্ক-শরণ!
EXPLAINED: রামনবমী তো আছেই, পাশাপাশি গেরুয়া শিবির হিন্দুত্বের আইকন হিসেবে সামনে আনতে চলেছে মহারাজা শশাঙ্ককে। আর এই শশাঙ্ক-ভজনা নিয়ে নতুন সমীকরণ। শিবাজি ছেড়ে এবার শশাঙ্কে শরণ সঙ্ঘের। রাজনীতির অভিমুখ তবে কি অন্য পথে?

তাঁর কোনও ছবি নেই! মূর্তিও অমিল। অথচ তিনিই বাংলার প্রথম সার্বভৌম রাজা। সাম্রাজ্য এগিয়ে নিয়ে গিয়েছিলেন বহু দূর। কিন্তু, সেই চর্চা বড়জোড় ইতিহাসের বইয়ের পাতায়, কিংবা গবেষকদের প্রয়োজনে। আম-বাঙালির তাঁর সঙ্গে পরিচয় আর কতটুকু! বাংলার কার্যত বিস্মৃত রাজাই এবার বঙ্গ রাজনীতির পিচে আর উঁকি নয় ওয়ার্ম আপ সেরে নামতে চলেছেন। খুব বেশি দূরে নয়। এই পয়লা বৈশাখেই তাঁর এন্ট্রি হতে চলেছে রাজ্য-রাজনীতিতে। রামনবমী তো আছেই, পাশাপাশি গেরুয়া শিবির হিন্দুত্বের আইকন হিসেবে সামনে আনতে চলেছে মহারাজা শশাঙ্ককে। আর এই শশাঙ্ক-ভজনা নিয়ে নতুন সমীকরণ। শিবাজি ছেড়ে এবার শশাঙ্কে শরণ সঙ্ঘের। রাজনীতির অভিমুখ তবে কি অন্য পথে? গবেষক জিষ্ণু বসু বলছেন, “বাঙালির ঐতিহ্যের সঙ্গে শশাঙ্ক যুক্ত।” বঙ্গীয় সনাতনী সংস্কৃতি পরিষদের সম্পাদক প্রবীর ভট্টাচার্যও বলছেন, “উনি বাঙালির আইকন।” ...





