GST Rate Cut: প্রায় ১ লাখ টাকা সস্তা হয়ে যাবে আপনার স্বপ্নের গাড়ি! দিপাবলীতেই কেন্দ্রের বিরাট উপহার
Automobile Sector: বর্তমানে অটোমোবাইল সেক্টরে জিএসটি থেকে ১৪ থেকে ১৫ বিলিয়ন ডলার আয় হয়। দুই চাকার গাড়ি থেকে ৫ বিলিয়ন ডলার আয় হয় জিএসটি বাবদ।

নয়া দিল্লি: দিপাবলীতে এবার পরিবারকে উপহার দেবেন চারচাকা? যদি এই স্বপ্ন থাকে, তবে তা সত্য়ি হতে পারে। দিপাবলীর আগেই কেন্দ্রের উপহার হতে পারে জিএসটি-তে সরলীকরণ। জিএসটির কাঠামোয় বদল হলে, দেশের অটোমোবাইল সেক্টর বিশাল মাইলেজ পেতে পারে। বাড়তে পারে গাড়ির বিক্রি।
জিএসটিতে সরলীকরণের পরিকল্পনা করছে কেন্দ্র। স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই এই কথা বলেছেন। সূত্রের খবর, কেন্দ্র জিএসটি স্ল্যাব ২৮ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করতে পারে। অটোমোবাইল সেক্টর ২৮ শতাংশ জিএসটি স্ল্যাবের মধ্যে পড়ে। যদি সরকার জিএসটির ২৮ শতাংশ স্ল্য়াব সরিয়ে দেয়, তবে গাড়ির উপরে ১৮ শতাংশ জিএসটি বসবে। বাদ যাবে অতিরিক্ত সেস। গাড়ির জিএসটির উপরে ২৯ শতাংশ থেকে ৫০ শতাংশ পর্যন্ত সেস বসে।
বর্তমানে অটোমোবাইল সেক্টরে জিএসটি থেকে ১৪ থেকে ১৫ বিলিয়ন ডলার আয় হয়। দুই চাকার গাড়ি থেকে ৫ বিলিয়ন ডলার আয় হয় জিএসটি বাবদ।
নতুন কর কাঠামোয় একদিকে যেমন ছোট গাড়িতে জিএসটি ২৮ শতাংশ থেকে কমে ১৮ শতাংশ হতে পারে, সেখানেই আবার বড় গাড়িতে ৪০ শতাংশ জিএসটি বসতে পারে, যেখানে কোনও সেস থাকবে না। নতুন নিয়মে ছোট গাড়ির দাম ৮ শতাংশ পর্যন্ত কমতে পারে। বড় গাড়ির দাম ৩ থেকে ৫ শতাংশ কমতে পারে।
কেন্দ্র যদি জিএসটি কমায়, তবে লাভ হবে মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেডের, কারণ এর ৬৮ শতাংশ গাড়িই ছোট। মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রাও লাভবান হবে।

