নয়াদিল্লি: বছরের অনেকটা সময়ই উচ্চ রিটার্ন শেয়ারের তালিকায় নিজেদের জায়গা বজায় রাখে টাটা। এবার নতুন বছরে বিনিয়োগকারীদের বড় উপহার টাটা গ্রুপের। খুব শীঘ্রই বাজারে নাকি নিজেদের IPO আনতে চলেছে টাটা গ্রুপের আওতায় থাকা সংস্থা টাটা ক্যাপিটাল। মোট ১৫ হাজার কোটি টাকার এই IPO বিনিয়োগকারীদের যে লাভবান করে তুলবে এমনটাই ধারণা শেয়ার বাজার বিশেষজ্ঞদের। তবে আপাতত পুরোটাই গুঞ্জন।
সংবাদসংস্থা সূত্রে খবর, টাটা ক্যাপিটালের IPO আনার জন্য ইতিমধ্যে কাজে লেগে পড়েছে টাটা গ্রুপ। তবে ঠিক কবে এই আইপিও বাজারে আসবে, এই নিয়ে যথাযথ ঘোষণা করেনি তারা। তবে টাটা ক্যাপিটালের আইপিও-র গুঞ্জনেই আপাতত হুড়মুড়িয়ে বেড়েছে টাটার অন্যান্য শেয়ারের দাম।
উল্লেখ্য, টাটা ক্যাপিটালের বেশিরভাগে শেয়ারই টাটা গ্রুপের হাতে। এই সংস্থার মোট ৯২ শতাংশ শেয়ার রয়েছে টাটা সন্সের কাছে এবং বাকি শেয়ার রয়েছে টাটা গ্রুপের অন্যান্য সংস্থা ও ট্রাস্টের আওতায়। সম্প্রতি, টাটা মোটর ফিনান্স লিমিটেড ও টাটা ক্যাপিটালের মার্জিংয়ে সবুজ সংকেত দিয়েছে আরবিআই। আর তারপরেই বাজারে গুঞ্জন ছড়িয়েছে টাটা ক্যাপিটালের আইপিওর।
প্রসঙ্গত, গতবছরও আরও একটি আইপিও বাজারে এনেছিল টাটা গ্রুপ। টাটা টেকনোলজি নামে একটি সংস্থার আইপিও লঞ্চ করেছিল এই সংস্থা। আর সেই স্টকের হাত ধরেই শেয়ার বাজারে দেখা গিয়েছিল মুনাফার ঝড়। ইস্যু প্রাইজের থেকে ১৪০ শতাংশ বেড়ে লিস্টেড হয়েছিল শেয়ারটি। গত দুই দশকে টাটা টেকনোলজিস টাটা গ্রুপের প্রথম আইপিও। এরপর বছর ঘুরতেই শেয়ার বাজারে অলিতেগলিতে ছড়িয়ে পড়েছে টাটা ক্যাপিটালের গুঞ্জন।