Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TATA Group: টাটা গ্রুপে বিরাট বড় বদল, এবার থেকে এই সিদ্ধান্ত নেবেন খোদ রতন টাটা

Ratan Tata: টাটা গ্রুপের সমস্ত সিদ্ধান্তই নিতে হত বোর্ডের অনুমতি নিয়ে। দৈনন্দিন সিদ্ধান্তের জন্যও বোর্ডের অনুমোদনের প্রয়োজন পড়ত। এবার থেকে আর বোর্ডের অনুমোদনের অপেক্ষা করতে হবে না।

TATA Group: টাটা গ্রুপে বিরাট বড় বদল, এবার থেকে এই সিদ্ধান্ত নেবেন খোদ রতন টাটা
রতন টাটা।Image Credit source: LinkedIn
Follow Us:
| Updated on: Jul 10, 2024 | 12:30 PM

মুম্বই: টাটা গ্রুপে বড় পরিবর্তন। তৈরি হল নতুন কমিটি। এবার থেকে টাটা গ্রুপের যাবতীয় সিদ্ধান্ত নেবে এই কমিটিই। টাটা ট্রাস্টের তরফে তৈরি করা হয়েছে এগজেকিউটিভ কমিটি (Executive Committee)। এই কমিটিতে থাকছেন খোদ রতন টাটা (Ratan Tata)। এছাড়া ভাইস চেয়ারম্যান বেণু শ্রীনীবাসন, বিজয় সিং এবং ট্রাস্টি মেহলি মিস্ত্রি সদস্য় হিসাবে থাকবেন। জানা গিয়েছে, টাটা গ্রুপের বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার জন্য়ই এই কমিটি গঠন করা হয়েছে।

টাটা গ্রুপের সমস্ত সিদ্ধান্তই নিতে হত বোর্ডের অনুমতি নিয়ে। দৈনন্দিন সিদ্ধান্তের জন্যও বোর্ডের অনুমোদনের প্রয়োজন পড়ত। এবার থেকে আর বোর্ডের অনুমোদনের অপেক্ষা করতে হবে না। নতুন এই কমিটির চেয়ারম্যান করা হয়েছে টাটা গ্রুপের কর্ণধার রতন টাটাকে।

কমিটি গঠনের কারণ কী?

সূত্রের খবর এই কমিটি গঠনের উদ্দেশ্য হল দৈনন্দিন কাজের দ্রুত সিদ্ধান্ত নেওয়া।  যাতে প্রতিটি সিদ্ধান্তে পুরো বোর্ডের সম্মতি নেওয়ার প্রয়োজন  না হয়। এতে যাবতীয় কাজ দ্রুত ও মসৃণভাবে হবে। টাটা সংস্থার দৈনন্দিন সিদ্ধান্ত নেবে এই এগজেকিউটিভ কমিটি।

প্রসঙ্গত, টাটা গ্রুপের সঙ্গে যুক্ত বিভিন্ন ট্রাস্টে মোট ১৮ জন ট্রাস্টি রয়েছেন। এবার থেকে আর ১৮ জন ট্রাস্টির সম্মতির অপেক্ষা করতে হবে না।

টাটা সন্স হল টাটা গ্রুপের হোল্ডিং কোম্পানি, যেখানে টাটা ট্রাস্টের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ রয়েছে। এমন পরিস্থিতিতে, টাটা সন্স এবং সামগ্রিক টাটা গ্রুপের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে টাটা ট্রাস্টগুলি ভূমিকা পালন করে। এছাড়াও টাটা সন্সে বিভিন্ন ট্রাস্টিরও অংশীদারিত্ব রয়েছে।

এদিকে, টাটা ট্রাস্টের চিফ অপারেটিং অফিসার অপর্ণা উৎপলুদি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদ থেকে ইস্তফা দিয়েছেন। প্রায় এক বছর আগে, ২০২৩ সালের এপ্রিল মাসে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল। যদিও এই বিষয় নিয়ে টাটা ট্রাস্টের পক্ষ থেকে আলাদা করে কোনও বিবৃতি দেওয়া হয়নি।

টাটা ট্রাস্ট কত বড়?

টাটা গ্রুপের হোল্ডিং কোম্পানি টাটা সন্সে টাটা ট্রাস্টের ৬৬ শতাংশ শেয়ার রয়েছে। টাটা ট্রাস্ট হল টাটা পরিবারের সদস্যদের নিয়ে গঠিত একটি ট্রাস্ট। এর মধ্যে টাটা পরিবারের সদস্যদের সঙ্গে যুক্ত আরও অনেক ট্রাস্ট রয়েছে। বৃহত্তম ট্রাস্টগুলি হল স্যার দোরাবজি টাটা ট্রাস্ট এবং স্যার রতন টাটা ট্রাস্ট। বর্তমানে টাটা ট্রাস্টের প্রধান ৮৭ বছর বয়সী রতন টাটা। তিনি টাটা সন্সের অনারারি চেয়ারম্যানও।