AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TCS-র অন্দরে এ কী চলছে! বেতন পাচ্ছেন না কর্মী, রাত কাটছে ফুটপাথে শুয়ে…

TCS: ফোরাম অব আইটি এমপ্লয়িজের তরফে সৌরভের ছবি প্রথম পোস্ট করা হয়। এরপরই সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল হতে থাকে এই ছবি। সৌরভকে দেখা গিয়েছে, ফুটপাথে শুয়ে থাকতে।

TCS-র অন্দরে এ কী চলছে! বেতন পাচ্ছেন না কর্মী, রাত কাটছে ফুটপাথে শুয়ে...
রাস্তায় শুয়ে আছেন টিসিএসের কর্মী।Image Credit: X
| Updated on: Aug 06, 2025 | 7:47 PM
Share

পুণে: দেশের সবথেকে বড় তথ্য প্রযুক্তি সংস্থায় কাজ করেন। তাঁকে নাকি ফুটপাথে শুয়ে রাত কাটাতে হচ্ছে? সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল এই ছবি। আর এই ঘটনার পরই অস্বস্তিতে পড়েছে টিসিএস।

বেতন পাচ্ছেন না, তাই রাস্তায় শুয়ে রাত কাটাচ্ছেন তথ্য প্রযুক্তি সংস্থার কর্মী। টিসিএসের পুণে অফিসের বাইরে দিনের পর দিন এভাবেই রয়েছেন সৌরভ মোরে। তাঁর বক্তব্য, কোম্পানি তাঁর বেতন আটকে রেখেছে। মানব সম্পদ বিভাগ (HR department)-র সঙ্গে একাধিকবার কথা বললেও, তাঁর বেতন আটকে রাখা হয়েছে। সেই কারণেই তিনি বাধ্য হয়ে ফুটপাথে দিন কাটাচ্ছেন। 

গত রবিবার ফোরাম অব আইটি এমপ্লয়িজের তরফে সৌরভের ছবি প্রথম পোস্ট করা হয়। এরপরই সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল হতে থাকে এই ছবি। সৌরভকে দেখা গিয়েছে, ফুটপাথে শুয়ে থাকতে। তাঁর সামনে একটা বোর্ড রাখা, যেখানে হাতে লেখা, “আমি এইচআর-কে জানিয়েছি যে আমার কাছে টাকা নেই। টিসিএসের বাইরের ফুটপাথেই আমি থাকতে বাধ্য হব।”   

জানা গিয়েছে, টিসিএসের পুণের ক্যাম্পাসে কাজ করেন সৌরভ। গত ২৯ জুন তিনি অফিসে এসে দেখেন, তাঁর এমপ্লয়ি আইডি ইনঅ্যাকটিভ হয়ে গিয়েছে। তাঁর বেতনও দেওয়া হয়নি। পরেরদিনই তিনি এইচআরের সঙ্গে যোগাযোগ করেন, কিন্তু কোনও লাভ হয়নি। এরপরই বাধ্য হয়ে তিনি ফুটপাথে থাকতে বাধ্য হন।

এদিকে, বিতর্কের মুখে পড়ে টিসিএসের তরফেও বিবৃতি দেওয়া হয়েছে। জানানো হয়েছে, ওই কর্মী দীর্ঘদিন বিনা নোটিসে অনুপস্থিত ছিলেন। তাই সংস্থার তরফে এই পদক্ষেপ করা হয়েছে। স্ট্যান্ডার্ড প্রসিডিওর অনুযায়ীই তাঁর বেতন আটকে গিয়েছে। এখন ওই কর্মী ফিরে এসে কাজে পুনর্বহালের দাবি করছেন। আপাতত তাঁর থাকার ব্যবস্থা করা হয়েছে এবং বিষয়টিকে পর্যালোচনা করা হচ্ছে।