TCS Recruitment: ফ্রেশারদের জন্য বড় সুখবর নিয়ে এল TCS, ১১ লক্ষ টাকা পর্যন্ত প্যাকেজ দিচ্ছে সংস্থা

Mar 30, 2024 | 1:38 PM

TCS Recruitment: ফ্রেশার নিয়োগ করার কথা অবশ্য আগেই জানানো হয়েছিল সংস্থার তরফ থেকে। টিসিএস-এর চিফ এইচআর অফিসার মিলিন্দ লাক্কাদ ডিসেম্বরে জানিয়েছিলেন এবছরেই শুরু হবে নিয়োগ। সেই মতোই এবার শুরু হয়েছে নিয়োগ। উল্লেখ্য়, একাধিক সংস্থা ছাঁটাই করেছে গত বছর।

TCS Recruitment: ফ্রেশারদের জন্য বড় সুখবর নিয়ে এল TCS, ১১ লক্ষ টাকা পর্যন্ত প্যাকেজ দিচ্ছে সংস্থা
টিসিএস (ফাইল ছবি)
Image Credit source: Facebook

Follow Us

নয়া দিল্লি: দেশের অন্যতম বড় আইটি সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস) আবার নিয়োগ শুরু করেছে। আর এটা ফ্রেশার অর্থাৎ সদ্য পাশ করা চাকরি প্রার্থীদের জন্য এনেছে একটা বড় সুযোগ। নতুন যাঁরা ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন, তাঁদের জন্য রীতিমতো সুখবর শুনিয়েছে টিসিএস। অনেক আইটি সংস্থা সম্প্রতি নিয়োগ বন্ধ করে দিয়েছিল। ফলে সমস্যায় পড়েছিলেন ফ্রেশাররা। চাকরির বাজারে দুশ্চিন্তার ছাপ পড়েছিল।

TCS-এর তরফ থেকে এবার ২০২৪ সালে বি টেক, বিই, এমএসসি ও এমএস পাশ করা ছাত্র ও ছাত্রীদের চাকরিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে। কোম্পানির ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুসারে, চাকরির জন্য আবেদন করার শেষ তারিখ আগামী ১০ এপ্রিল। নিয়োগের পরীক্ষা হবে ২৬ এপ্রিল।

তিনটি বিভাগে এই নিয়োগ করা হচ্ছে – নিনজা, ডিজিটাল এবং প্রাইম। নিনজা বিভাগে, ৩.৩৬ লক্ষ টাকার বার্ষিক প্যাকেজ দেওয়া হচ্ছে, যেখানে ডিজিটাল এবং প্রাইম বিভাগে, বার্ষিক প্যাকেজ যথাক্রমে ৭ লক্ষ টাকা এবং সাড়ে ১১ লক্ষ টাকা। সংস্থাটি শূন্যপদ সম্পর্কে কোনও তথ্য দেয়নি।

ফ্রেশার নিয়োগ করার কথা অবশ্য আগেই জানানো হয়েছিল সংস্থার তরফ থেকে। টিসিএস-এর চিফ এইচআর অফিসার মিলিন্দ লাক্কাদ ডিসেম্বরে জানিয়েছিলেন এবছরেই শুরু হবে নিয়োগ। এদিকে, টিসিএস-এর প্রতিদ্বন্দ্বী সংস্থা ‘ইনফোসিস’ গত জানুয়ারিতে বলেছিল যে বর্তমানে ক্যাম্পাস নিয়োগের কোনও পরিকল্পনা তাদের নেই। তবে গত ফেব্রুয়ারিতে কোম্পানিটি কয়েকটি পদে নিয়োগ করেছিল।

Next Article