নয়া দিল্লি: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কয়েক হাজার ফ্রেশার নিয়োগ করতে চলেছে রতন টাটার সংস্থা। জানা গিয়েছে, দেশের বৃহত্তম আইটি পরিষেবা সংস্থা টাটা কনসালটেন্সি সার্ভিস বা টিসিএস চলতি আর্থিক বছরে প্রচুর নিয়োগ করতে চলেছে। এর আগে চলতি বছরেই পাঁচ হাজারের বেশি লোককে চাকরি দিয়েছিল এই সংস্থা।
সূত্রের খবর, এবার ৪০ হাজার ফ্রেশারকে নিয়োগ করতে চলেছে টিসিএস। দেশের তরুণদের জন্য এই খবরটি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সাম্প্রতিককালে একাধিক সংস্থা থেকে চাকরি ছাঁটাইয়ের খবর এসেছে। তবে টিসিএস বরাবরই ফ্রেশারদের চাকরি দেওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকে।
২০২৪-এর এপ্রিল থেকে জুন পর্যন্ত হিসেব বলছে, TCS প্রায় প্রতিদিন ৬১ জনকে চাকরি দিয়েছে। তথ্য অনুসারে, টাটা কনসালটেন্সি সার্ভিস অর্থাৎ টিসিএস জুন ত্রৈমাসিকে ৫,৪৫২ জনকে চাকরি দিয়েছে। এরপর কোম্পানির মোট কর্মী সংখ্যা বেড়ে দাঁড়ায় ৬০৬৯৯৮। আর এবার চলতি অর্থ বছরে প্রায় ৪০,০০০ ফ্রেশার নিয়োগের পরিকল্পনা করেছে এই সংস্থা।
ইতিমধ্যে টিসিএস জানিয়েছে বেতন বৃদ্ধি হচ্ছে ৪.৫ শতাংশ থেকে ৭ শতাংশ। এর মধ্যে যারা ভাল কাজ করবে তারা ১০ থেকে ১২ শতাংশ বৃদ্ধি পাবে। বর্তমানে প্রায় ৭০ শতাংশ কাজ অফিস থেকে হচ্ছে।