Tesla Showroom in Delhi: অশ্বমেধের ঘোড়া নয়, ভারতের দৌড় শুরু টেসলার Model Y-এর! এবার দিল্লিতে ইলন মাস্কের সংস্থা
Tesla, Elon Musk: দিল্লির এরোসিটির ওয়ার্ল্ডমার্ক ৩-এ টেসলার দ্বিতীয় শোরুমের উদ্বোধন হয়। ভারতের বাজারে টেসলার চাহিদার দিকেই ইঙ্গিত করে নতুন এই শোরুমের উদ্বোধন।

জুলাই মাসে মুম্বইয়ে উদ্বোধন হয়েছিল টেসলার প্রথম শোরুমের। আর এবার অগস্টের ১১ তারিখ, দিল্লিতে উদ্বোধন হল ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারী সংস্থার শোরুমের। দিল্লির এরোসিটির ওয়ার্ল্ডমার্ক ৩-এ টেসলার দ্বিতীয় শোরুমের উদ্বোধন হয়। ভারতের বাজারে টেসলার চাহিদার দিকেই ইঙ্গিত করে নতুন এই শোরুমের উদ্বোধন।
উল্লেখ্য, ১৫ জুলাই মুম্বইয়ের বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে টেসলা তাদের প্রথম শোরুমের উদ্বোধন করে। সেই একই দিনে ভারতের বাজারে টেসলা তাদের মডেল ওয়াই লঞ্চ করে। এই গাড়ি রেয়ার হুইল ড্রাইভ ও লং রেঞ্জ রেয়ার হুইল ড্রাইভ, এই দুই কনফিগারেশনে লঞ্চ করা হয়েছিল। রেয়ার হুইল ড্রাইভ মডেল ওয়াইতে রয়েছে ৬০ কিলোওয়াট আওয়ার এলএফপি ব্যাটারি রয়েছে যা ৫০০ কিলোমিটার রেঞ্জ দেয় বলে ক্লেম করে তেসলা। অন্য দিকে লং রেঞ্জ রেয়ার হুইল ড্রাইভ মডেল ওয়াইতে রয়েছে একটি ৭৫কিলোওয়াট আওয়ারের ব্যাটারি। যা ৬২২ কিলোমিটার রেঞ্জ দেবে, জানিয়েছে সংস্থাই।
দিল্লির এরোসিটির নতুন এই শোরুমে ৪টি ভি ফোর সুপার চার্জার লাগানো হয়েছে। যা ডিসি ফাস্ট চার্জিং করবে। এ ছাড়াও ৩টি এসি ডেস্টিনেশন চার্জারও রয়েছে। ইতিমধ্যে টেসলা জানিয়েছে সেপ্টেম্বর থেকেই তারা দেশের বিভিন্ন জায়গায় তাদের গাড়ি ডেলিভারি শুরু করবে।
