পিনের দিন শেষ, এবার আপনার মুখ দেখেই টাকা দেবে Google Pay, PhonePe, PayTm!
Google Pay, PhonePe, PayTm: ইউপিআই করতে পিন ভুলে যান অনেকেই। আর সেই সমস্যার সমাধান করতে উদ্যোগী এনপিসিআই বা ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া।

বর্তমানে অনলাইন লেনদেনের ক্ষেত্রে ইউপিআই এমন একটা পদ্ধতি হয়ে দাঁড়িয়েছি যার কোনও বিকল্প নেই। চায়ের দোকান থেকে ক্যাফে বা মুদির দোকান থেকে শপিং মল সর্বত্রই ইউপিআই গ্রহণ করে। ২০২৫ সালের জুলাই মাসের তথ্য বলছে ১ হাজার ৯০০ কোটির বেশি লেনদেন হয়েছে ওই মাসে। আর এখানে ২৫ লক্ষ কোটি টাকার বেশি লেনদেন করা হয়েছে। এই মাসেই ৩০০ কোটির বেশি লেনদেন করা হয়েছে শুধুমাত্র মুদি দোকান ও বিভিন্ন সুপার মার্কেটে।
ধরুন কোনও জিনিস কিনে ইউপিআই করতে গেলেন আপনি। আর তখনই মনে হল যাহ, পিনটা কত ছিল? এমন সমস্যার সম্মুখীন অনেকেই হন। আর এবার সেই সমস্যা সমাধান করতে উদ্যোগী এনপিসিআই বা ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া। তথ্য বলছে, তাদের চালু করতে চলা নয়া ব্যবস্থায় ফেস রিকগনিশন ও আঙুলের ছাপে করা যাবে লেনদেন। যদিও কবে এই ব্যবস্থা চালু হবে, তা নিয়ে নির্দিষ্ট করে কিছু বলেনি ইউপিআইয়ের নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। তবে পরিষেবার মান উন্নত করতেই যে এই সিদ্ধান্ত, তা জানিয়েছে এনসিপিআই।
বর্তমানে স্মার্টফোন আনলক করতে হাতের ছাপ বা ফেস রিকগনিশন ব্যবহার করা হয়। এই পদ্ধতিতে ইউপিআই অ্যাপগুলোও আনলক করা যায়। এবার সেই ব্যবস্থাই ইউপিআইয়ের সঙ্গে জুড়ে ফেলতে চাইছে এনসিপিআই। তারা বলছে, এই ব্যবস্থা চালু হলে হ্যাকারদের পক্ষে কোনও অ্যাকাউন্টে ঢুকে জালিয়াতি করাও কঠিন হয়ে পড়বে।
