নয়া দিল্লি: রেশন কার্ড কোনও সাধারণ নথি নয়। একজন নাগরিকের পরিচয়পত্র হিসেবেও বিবেচিত হয় এটি। এই কার্ড নিয়ে সাধারণত রেশন তুলতে পারেন গ্রাহকরা। তবে এবার আর রেশন কার্ড নিয়ে রেশন তুলতে যাওয়ার প্রয়োজন নেই। অ্যাপ ব্যবহার করেই করা যাবে সব কাজ। ফলে রেশন কার্ডের প্রয়োজনীয়তা ফুরচ্ছে।
সমস্ত কাজ এই অ্যাপের মাধ্যমে করা যাবে। দরিদ্রদের সাহায্য করার জন্য কেন্দ্রীয় এবং রাজ্য সরকার অনেকগুলি প্রকল্প শুরু করেছে। তার মধ্যে অন্যতম এটি। কেন্দ্রীয় সরকার একটি অ্যাপ চালু করেছে। সেই অ্যাপের নামকরণ করা হয়েছে “মেরা রেশন ২.০”। এটি মোবাইলে থাকলে রেশন কার্ড ছাড়াও রেশন নিতে পারবেন গ্রাহকরা।
এই প্রকল্পটি গোটা দেশবাসীকে সুবিধা প্রদান করবে। এই অ্যাপে গ্রাহকের আধার নম্বর লিখতে হবে। আধার নম্বর দেওয়ার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ বিবরণ এই অ্যাপে দেখা যাবে। গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করা যাবে।
এই অ্যাপটি রেশন কার্ড সম্পর্কিত সমস্ত প্রয়োজনীয়তা পূরণ করবে। প্রথমে গুগল প্লে স্টোর খুলে “মেরা রেশন ২.০” নামে অ্যাপটি খুঁজতে করতে হবে। অ্যাপটি খুলে ইনস্টল করতে হবে। ইনস্টল হয়ে যাওয়ার পর, অ্যাপটি খুলুন এবং “বেনিফিশিয়ারি ইউজার” অপশনটি বেছে নিন। তারপর ক্যাপচা এবং আধার নম্বর লিখুন এবং সাবমিট করুন। রেশন কার্ড সম্পর্কিত সমস্ত পরিষেবার তালিকা খুলে যাবে। তাতে ক্লিক করে যাবতীয় কাজ করা যাবে।