Mutual Fund: এই ফান্ডগুলিতে চলছে আপনার SIP? সর্বস্বান্ত হওয়ার আগেই তুলে নিন টাকা
Mutual Fund: কিন্তু লোভ? সে যে বড়ই নাছোড়বান্দা। অল্প সময়ে বড় মুনাফা তৈরি করতে গিয়ে বেড়েছে বিপত্তি। ৩৪টি মিউচুয়াল ফান্ড, যারা খেয়ে নিয়েছে বিনিয়োগকারীদের সব টাকা। এই মিউচুয়াল ফান্ডগুলির মধ্য়ে বেশিরভাগটাই কোয়ান্ট মিউচুয়াল ফান্ড।
কলকাতা: SIP এর জালে পড়ে জলে গেল টাকা! শেয়ার বাজারে বিনিয়োগের এই সহজতম মাধ্যমকে ব্যবহার করেও মুনাফার মুখ দেখতে পেলেন না বহু বিনিয়োগকারী। চলতি বছরে শেয়ার বাজারে ঠিক যতটা বুল রান হয়েছে, তার চেয়ে বেশি দেখা গিয়েছে রক্ত গঙ্গা বইতে। ‘মার্কেট কারেকশনের’ মোড়কে বহু বিনিয়োগকারীদের টাকা গিলে খেয়েছে শেয়ার বাজার।
ক্ষতির এই বেড়াজাল থেকে নিজেদের গা বাঁচিয়ে চলতে পারেননি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকারীরাও। বলা হয়, যাদের শেয়ার বাজার সম্পর্ক বিশেষ জ্ঞান নেই, তাদের জন্য বিনিয়োগের অন্যতম মাধ্যম এই মিউচুয়াল ফান্ড। কয়েক বছরের বিনিয়োগে হামেশাই ভাল মুনাফাই পাওয়া যায় মিউচুয়াল ফান্ডের হাত ধরে। আর রিস্ক, সেটা একেবারে নেই বললেই চলে।
কিন্তু লোভ? সে যে বড়ই নাছোড়বান্দা। অল্প সময়ে বড় মুনাফা তৈরি করতে গিয়ে বেড়েছে বিপত্তি। ৩৪টি মিউচুয়াল ফান্ড, যারা খেয়ে নিয়েছে বিনিয়োগকারীদের সব টাকা। এই মিউচুয়াল ফান্ডগুলির মধ্য়ে বেশিরভাগটাই কোয়ান্ট মিউচুয়াল ফান্ড। এছাড়াও রয়েছে সেক্টর মিউচুয়াল ফান্ড ও পিএসইউ মিউচুয়াল ফান্ড, যেখানে বিনিয়োগ করে ডুবেছে বিনিয়োগকারীদের কষ্টার্জিত অর্থ।
কোয়ান্ট মিউচুয়াল ফান্ড
কোয়ান্ট কনসাম্পশন ফান্ড লস খেয়েছে মোট ৯.৬৬ শতাংশ। ক্ষতির দৌড়ে পিছিয়ে নেই কোয়ান্ট কোয়ান্টামেন্টাল ফান্ডও। এটি লস খেয়েছে মোট ৯.৬১ শতাংশ। কোয়ান্টাম ফ্লেক্সি ফান্ডে টাকা ঢেলে ক্ষতির মুখ দেখছে বহু বিনিয়োগকারী। এছাড়াও এই তালিকায় রয়েছে আরও নাম। কোয়ান্ট অ্যাক্টিভ ফান্ড, কোয়ান্ট ফোকাসড ফান্ড ইত্যাদি।
ক্ষতির মুখে যে সেক্টর ফান্ডগুলি
ইউটিআই ট্রান্সপোর্টেশন ও লজিস্টিক ফান্ডে বিনিয়োগ করে ক্ষতি হয়েছে ৪.০৫ শতাংশ। লার্জ ক্যাপেও বিনিয়োগ করেও, যা মূলত কম ঝুঁকিপূর্ণ। সেখানে বিনিয়োগ করেও শান্তি নেই বিনিয়োগকারীদের। কারণ, কোয়ান্ট লার্জ ক্যাপই ক্ষতির মুখোমুখি হয়েছে ৩.৭৪ শতাংশ। ৩ শতাংশ ক্ষতি হয়েছে SBI এর ইক্য়ুইটি মিনিমাম ভ্যারিয়েন্স ফান্ডে বিনিয়োগ করেও।
PSU ফান্ডের দুরাবস্থা
বছরের মাঝখানে বুল রান দেখিয়েছে একাধিক PSU বা পাবলিক সেক্টর স্টক। কিন্তু বছর শেষ হতেই পাল্টে গেল ছবি। ভয়ঙ্কর ক্ষতির সম্মুখীন একাধিক PSU ফান্ড।