No Cost EMI-এর চক্করে বোকা হচ্ছেন না তো আপনি? বুঝবেন কীভাবে…
Online Shopping: নো কস্ট ইএমআই-এ আপনাকে কোনও অতিরিক্ত সুদের হার দিতে হয় না। তবে, এগুলির সুবিধা নেওয়ার সময় আপনাকে একটু সজাগ থাকতে হবে।
![No Cost EMI-এর চক্করে বোকা হচ্ছেন না তো আপনি? বুঝবেন কীভাবে... No Cost EMI-এর চক্করে বোকা হচ্ছেন না তো আপনি? বুঝবেন কীভাবে...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2023/02/No-Cost-EMI.jpg?w=1280)
নয়া দিল্লি: নো কস্ট ইএমআই (No Cost EMI) বা জিরো কস্ট ইএমআই। কথাটার মধ্যেই যেন প্রলোভনের হাতছানি। আজকের দিনে, যখন অনলাইন কেনাকাটির রমরমা বাজার, তখন এই শব্দবন্ধগুলির সঙ্গে কেউই আর অপরিচিত নেই। অনলাইনে কেনাকাটি যাঁরা করেন, তাঁদের কাছে এটি খুবই পরিচিত। বেশিরভাগ ই-কমার্স কোম্পানিগুলি গ্রাহকদের কোনও পন্যের দিকে আকৃষ্ট করতে এই নো-কস্ট ইএমআই অফার দিয়ে থাকে। গ্রাহকরাও নো-কস্ট ইএমআই অফার লেখা দেখলেই যেন সেটিকে কেনার জন্য মরিয়া হয়ে ওঠেন। তাড়াহুড়ো করে অর্ডারও করে ফেলেন। নো কস্ট ইএমআই-এর মাধ্যমে কোনও অতিরিক্ত চার্জ ছাড়াই আপনি মোবাইল, ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন বা পছন্দের অন্য কোনও দামী জিনিস কিনতে পারেন।
সামনেই হোলি আসছে। বাকি আর মাত্র কিছুদিন। আর এমন উৎসবের মরশুমে ই-কমার্স ওয়েবসাইটগুলি গ্রাহকদের আকৃষ্ট করতে বিভিন্ন ধরনের অফার নিয়ে হাজির হচ্ছে। তার মধ্যে অনেক কোম্পানিই এই নো কস্ট ইএমআই অফারও দেয়। এই নো কস্ট ইএমআই-এ আপনাকে কোনও অতিরিক্ত সুদের হার দিতে হয় না। তবে, এগুলির সুবিধা নেওয়ার সময় আপনাকে একটু সজাগ থাকতে হবে।
নো কস্ট ইএমআই হল এমন একটি অপশন, যেখানে কোনও সুদ ছাড়াই একাধিক মাসিক কিস্তিতে কোনও জিনিসের দাম মেটাতে পারেন আপনি। বিশেষজ্ঞদের মতে, এই অফারটি অবশ্যই আকর্ষণীয়। কিন্তু নজর রাখতে হবে আপনি যে পণ্যটি কিনতে যাচ্ছেন, সেটির দাম অন্যান্য জায়গার থেকে বাড়িয়ে রাখা নেই তো? সেটির দিকে নজর অবশ্যই রাখতে হবে। এছাড়াও, নো কস্ট ইএমআই-এর ক্ষেত্রে খুব বেশি প্রসেসিং ফি এবং বেশি ডেলিভারি চার্জ থাকছে কি না, সেটির দিকেও নজর রাখুন। সুতরাং, নো কস্ট ইএমআই-এর সুযোগ ব্যবহার করার আগে গ্রাহকদের অবশ্যই সাবধানে গোটা বিষয়টি আগে দেখে নিতে হবে।
আপনি যদি নো কস্ট ইএমআই-এর মাধ্যমে কোনও জিনিস কেনেন, তবে প্রথমে আপনাকে যেটি দেখতে হবে, তা হল আপনাকে প্রসেসিং ফি হিসেবে কত টাকা দিতে হচ্ছে। এর সঙ্গে ব্যাঙ্কের ১৮ শতাংশ জিএসটিও দিতে হবে। তাই নো কস্ট ইএমআই-এর মাধ্যমে কোনও জিনিস কেনার আগে আপনার মেয়াদ ও শর্ত, প্রসেসিং ফি, প্রি-ক্লোজার ফি, প্রি-পেমেন্ট পেনাল্টি এবং লেট পেমেন্ট চার্জ সম্পর্কে জেনে রাখা দরকার।
![জীবনের আসল সত্যি ঠিক কখন জানা যায়? নিম করোলি বাবা বললেন... জীবনের আসল সত্যি ঠিক কখন জানা যায়? নিম করোলি বাবা বললেন...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Neem-Karoli-baba-says-when-people-realize-many-truths-of-life.jpg?w=670&ar=16:9)
![ভাগ্যের চাকা ঘোরাতে চান? এই ৭ প্রাণীর দর্শনে হবে কামাল! ভাগ্যের চাকা ঘোরাতে চান? এই ৭ প্রাণীর দর্শনে হবে কামাল!](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/List-of-7-Animals-believed-to-bring-good-luck-.jpg?w=670&ar=16:9)
![পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফির 'মিসিং' একাদশ পঁচিশের চ্যাম্পিয়ন্স ট্রফির 'মিসিং' একাদশ](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/list-of-11-cricketer-who-going-to-miss-ICC-Champions-trophy-2025-.jpg?w=670&ar=16:9)
![কাঁচা অ্যালোভেরা খান? শরীরে কী প্রভাব পড়ছে জানলে চমকে যাবেন কাঁচা অ্যালোভেরা খান? শরীরে কী প্রভাব পড়ছে জানলে চমকে যাবেন](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Know-the-raw-aloe-vera-benefits-for-health.jpg?w=670&ar=16:9)
![কোন রাজ্যের মেয়েরা সবথেকে বেশি মদ্যপান করে? উত্তরটা অবাক করবে কোন রাজ্যের মেয়েরা সবথেকে বেশি মদ্যপান করে? উত্তরটা অবাক করবে](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/liquor-lead.jpg?w=670&ar=16:9)
![৭০ বছরেও ত্বক থাকবে টানটান, ছুঁতে পারবে না বলিরেখা! রইল ৭ দাওয়াই ৭০ বছরেও ত্বক থাকবে টানটান, ছুঁতে পারবে না বলিরেখা! রইল ৭ দাওয়াই](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/02/Untitled-design-3.jpg?w=670&ar=16:9)