Patanjali: দেশীয় উপাদানে গড়ে ওঠা পতঞ্জলি ‘দাপট বাড়াচ্ছে’ বিশ্ব বাজারেও

Avra Chattopadhyay |

Mar 27, 2025 | 4:39 PM

Patanjali: তারা জানিয়েছে, তাদের প্রতিটি পণ্য অশ্বগন্ধা, অ্যালোভেরা, শতভরী, খাঁটি ঘি, গোমূত্রের মতো একাধিক ভেষজ গুণাবলী সম্পন্ন উপাদান দিয়ে তৈরি হয়। এই ধরনের উপাদানগুলি পরিবেশ মানুষকে প্রদান করছে, তাই তা মানুষের কখনওই কোনও পার্শ্বপ্রতিক্রিয়া ঘটাবে না।

Patanjali: দেশীয় উপাদানে গড়ে ওঠা পতঞ্জলি দাপট বাড়াচ্ছে বিশ্ব বাজারেও
প্রতীকী ছবি
Image Credit source: facebook

Follow Us

হরিদ্বার: এই দেশে কটাই বা এমন ব্যবসা রয়েছে, যারা শুধু ভারত নয়, বিশ্ব বাজারেও নিজেদের আধিপত্য তৈরি করেছে? পরিসংখ্যান ধরে দেখতে গেলে মিলবে, হয়তো এমন দেশীয় ব্যবসার সংখ্য়া অনেকটাই কম। যারা ভারত-সহ গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে। তবে এই তালিকায় কিন্তু সময়ের সঙ্গে অনেকটাই প্রাসঙ্গিক হয়েছেন বাবা রামদেব ও আচার্য বালকৃষ্ণ প্রতিষ্ঠিত পতঞ্জলি।

জানা গিয়েছে, শুধুই দেশের অন্দরেই নয়, বিশ্ব বাজারে নিজেদের আধিপত্য তৈরি করেছে তারা। বাবা রামদেবের ভেষজ পণ্য এখন পছন্দের হয়ে উঠেছে দেশ-বিদেশের মানুষেরও।

কিন্তু কীভাবে এমন ‘সুপারহিট’ ব্যবসা তৈরি করলেন বাবা রামদেব?

পতঞ্জলির এমন বিশ্বজোড়া জনপ্রিয়তায় বাড়তি গতি দিয়েছে, তাদের প্রাকৃতিকভাবে তৈরি পণ্যগুলি। সংস্থার দাবি, সম্পূর্ণ ভাবে প্রাকৃতিক উপায়ে নিজেদের নানা পণ্য তৈরি করে থাকে তারা। সাম্প্রতিককালে, রসায়নিক পদ্ধতিতে তৈরি দ্রব্যাদি নিয়ে মানুষের মধ্যে সচেতনতা আগের তুলনায় অনেক বেড়েছে। আর এই সচেতনতার খাতিরেই প্রাকৃতিক ভাবে তৈরি পণ্যের দিকে ঝোঁক বেড়েছে মানুষের।

সাধারণের এই ঝোঁককে কাজে লাগিয়ে বিশ্ব বাজারে আগুনের গতিতে ছড়িয়ে পড়েছে পতঞ্জলি। তারা জানিয়েছে, তাদের প্রতিটি পণ্য অশ্বগন্ধা, অ্যালোভেরা, শতভরী, খাঁটি ঘি, গোমূত্রের মতো একাধিক ভেষজ গুণাবলী সম্পন্ন উপাদান দিয়ে তৈরি হয়। এই ধরনের উপাদানগুলি পরিবেশ মানুষকে প্রদান করছে, তাই তা মানুষের কখনওই কোনও পার্শ্বপ্রতিক্রিয়া ঘটাবে না।

এই প্রসঙ্গে দিল্লির এক বাসিন্দা জানাচ্ছেন, তিনি বছরের পর বছর ধরে অ্যালার্জি এবং ত্বকের সমস্যার জন্য চিকিৎসা করাচ্ছিলেন। নানাবিধ ওষুধ খেয়েছেন ও মেখেওছেন। কিন্তু তাতেও দিন শেষে কোনও লাভ হয়নি। অবশেষে পতঞ্জলির ‘অ্যালোভেরা জেল’-এর ব্যবহারের মধ্যে দিয়েই নিজের ত্বকের যৌবন ফিরে পেয়েছেন তিনি।

Next Article