Patanjali: ব্রন-চুলকানি থেকে ব্ল্যাকহেডস, পতঞ্জলির একটা ট্য়াবলেটেই সব সমাধান
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ত্বক নিরাময় করে- আমলা এবং গিলয়ের মতো উপাদানগুলি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে।

ত্বকের সমস্যায় ভুগছেন? এক্ষেত্রে মুশকিল আসান হতে চলেছে পতঞ্জলি। বহু মানুষই এখন বিভিন্ন ধরণের সমস্যা যেমন, ব্রণ, ত্বকের কালো দাগ, ত্বকের উজ্জ্বলতা হারিয়ে যাওয়া, ফুসকুড়ি এবং চুলকানির মতো সমস্যায় ভুগছেন। এক্ষেত্রে একাধিক পণ্য থাকলেও কাজে আসে না। তবে রামদেব বাবার পতঞ্জলির দিব্য কায়কল্প বটি এই সমস্ত সমস্যার সমাধান করতে পারে। তাও আবার প্রাকৃতিক উপায়ে।
বয়ঃসন্ধিকালে হরমোনের পরিবর্তনের কারণে মুখ, পিঠ বা বুকে ব্রণ, হোয়াইট হেডস বা ব্ল্যাকহেডসের মতো সমস্যা দেখা দেয়। এর ফলে ত্বকে চুলকানি, শুষ্কতা, লালভাব এবং জ্বালাপোড়া দেখা দেয়। বিশেষজ্ঞদের কথায়, এলার্জি কিংবা ইমিউনিটির কারণে এই সমস্যা হতে পারে। এক্ষেত্রে পতঞ্জলির দিব্য কায়কল্প বটি দারুণ কাজ দেয়।
হরিদ্বারের পতঞ্জলি গবেষণা ইনস্টিটিউটের গবেষণায় দেখা গিয়েছে, এই ওষুধ ত্বকের জন্য দারুনভাবে উপকারী। একাধিক ত্বক এবং চামড়ার একাধিক সমস্যার কথা মাথায় রেখে এই ওষুধ তৈরি করা হয়েছে। একেবারেই আয়ুর্বেদ একটি ওষুধ এটি। যা কিনা ট্যাবলেট হিসাবে বাজারে পাওয়া যায়। পুরুষ এবং মহিলা উভয় এই ওষুধ বা ট্যাবলেট ব্যবহার করতে পারবেন।
জানা গিয়েছে, আয়ুর্বেদিক ট্যাবলেটটি প্রায় ১৮টি ভেষজের সংমিশ্রণ দিয়ে তৈরি করা হয়েছে। যার মধ্যে নিম, হলুদ, আমলকী, মঞ্জিষ্ঠ, গুলঞ্চ, চন্দন, করঞ্জা এবং অন্যান্য আরও উপকারী উপাদান রয়েছে। বিশেষজ্ঞদের কথায়, এই সমস্ত উপাদান রক্তকে বিশুদ্ধ করবে এবং ত্বককে ভেতর থেকে সুস্থ এবং সুন্দর করে তুলতে সাহায্য করবে।
কীভাবে কাজ করবে এই ট্যাবলেট?
রক্তকে শুদ্ধ করতে সাহায্য করবে (Blood Detox)– ত্বকের সমস্যার মূল কারণ হলো ভেতরে জমে থাকা টক্সিন। দিব্য কায়কল্প বটি রক্তকে বিশুদ্ধ করতে সাহায্য করবে এবং ত্বককে সুস্থ রাখবে।
ব্রণ এবং ব্রণ থেকে মুক্তি – নিম এবং হলুদের মতো অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ত্বকের ব্যাকটেরিয়া নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। এতে ব্রণ কমাতে সাহায্য করবে।
ত্বকের রঙ ফেরাতে সাহায্য- মঞ্জিষ্ঠ এবং হলুদ থাকায় ত্বকের কালো দাগ, পিগমেনটেশন এবং শুষ্ক ত্বককে হালকা করে এবং উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করবে। এছাড়াও একজিমা, স্ক্যাবিস এবং লিউকোডার্মায় উপকারী – এই ওষুধটি ফোলাভাব এবং চুলকানির মতো লক্ষণগুলি কমাতেও দারুণভাবে কার্যকর। অনেক আয়ুর্বেদিক গবেষণায় Psoriasis এর মতো সমস্যায় এই ওধুধ কাজ করছে বলেও দেখা গিয়েছে।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ত্বক নিরাময় করে- আমলা এবং গিলয়ের মতো উপাদানগুলি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে।
কীভাবে ব্যবহার করবেন?
হালকা গরম জলের সঙ্গে দিনে দু’বার পতঞ্জলি দিব্য কায়াকল্প বটির দুটি ট্যাবলেট খেতে হবে। খাবারের পর ব্যবহার করতে হবে। তবে আয়ুর্বেদ বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা বাঞ্ছনীয়। বিশেষজ্ঞরা বলছেন, টানা ২ থেকে ৩ মাস পর্যন্ত এটি ব্যবহার করা যেতে পারে। গর্ভবতী মহিলারা বা চিকিৎসাধীন ব্যক্তিদের বিশেষ পরামর্শ মেনে চলার কথা বলা হয়েছে। চিকিৎসকদের পরামর্শ নেওয়া জরুরি।
জরুরি তথ্য –
শুধু তাই নয়, ডায়রিয়া, পেট খারাপ বা অ্যালার্জির মতো প্রভাব যদি দেখা তাহলে, এই ট্যাব ব্যবহার বন্ধ করতে হবে। এবং ডাক্তারের পরামর্শ নেওয়ার কথা বলা হয়েছে।
সুস্থ থাকতে মাথায় রাখুন –
সুস্থ থাকাটা খুব প্রয়োজন। আর তাই দিনে নুন্যতম ৮ থেকে ১০ গ্লাস জল খাওয়া খুবই জরুরি। এক্ষেত্রে শরীরে জমে থাকা টক্সিন বেরিয়ে যায়। শুধু তাই নয়, সুষম খাদ্য গ্রহণ করতে হবে। বিশেষ করে ফল, শাকসবজি, বাদাম এবং স্বাস্থ্যকর তেল ব্যবহারের কথা বলা হয়েছে। সুস্থ থাকতে জাঙ্ক ফুড এবং অতিরিক্ত চিনি এড়িয়ে চলুন কারণ এগুলি ত্বকের সমস্যা তৈরি করতে পারে।
এখানেই শেষ নয়, বিশেষজ্ঞদের কথায়, প্রতিদিন দুধের সঙ্গে ত্বক পরিষ্কার করার একটি সহজ রুটিন অনুসরণ করা উচিত। একই সঙ্গে ময়েশ্চারাইজ, সানস্ক্রিন ব্যবহারে জোর দেওয়ার কথাও বলা হয়েছে।
