Tilak Mehta: ১৩ বছরেই ৬৫ কোটির মালিক, কীভাবে কোম্পানি খোলার কথা মাথায় আসে তার?

Jan 10, 2024 | 5:50 PM

Tilak Mehta: বিভিন্ন সংস্থায় যোগাযোগ করে সে দেখে একটা বই আনতে সবাই অনেক বেশি টাকা চাইছে, যা তার পক্ষে সম্ভব ছিল না। তখনই নিজের একটি সংস্থা খোলার কথা ভাবে সে। যেমন ভাবা, তেমন কাজ। প্রথমেই তার মাথায় আসে ডাব্বাওয়ালাদের কথা।

Tilak Mehta: ১৩ বছরেই ৬৫ কোটির মালিক, কীভাবে কোম্পানি খোলার কথা মাথায় আসে তার?
তিলক মেহতা
Image Credit source: Facebook

Follow Us

নয়া দিল্লি: চাকরি করতে গেলে অভিজ্ঞতা খতিয়ে দেখা হয়। অথচ বয়স, অভিজ্ঞতা ছাড়াই কিশোর বয়সেই একটি আস্ত সংস্থা খুলে ফেলেছেন তিলক মেহতা। মাত্র ১৩ বছর বয়সে একটি সংস্থার মালিক হয়ে ওঠেন তিনি। যে বয়সে খাতা-পেন নিয়ে স্কুলে যাওয়ার কথা, সেই বয়সে তাঁর সংস্থায় কাজ করছেন শতাধিক কর্মী। তিনি তিলক মেহতা। পেপারস অ্যান্ড পার্সেলস নামে এক সংস্থার মালিক তিনি। তাঁর অধ্যাবসায়, বুদ্ধি, পর্যবেক্ষণের প্রশংসা করে থাকেন অনেকেই।

আসলে এক সময় এক আত্মীয়ের বাড়ি যাওয়ার পর এমন একটি ঘটনা ঘটে, যার জন্য নতুন পরিকল্পনা মাথায় আসে ওই কিশোরের। তিলক আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পর খেয়াল করে যে সে একটি বই ফেলে এসেছে ওই আত্মীয়ের বাড়িতে। কিন্তু সেটা ফিরিয়ে আনার কোনও ব্যবস্থা তার কাছে ছিল না।

বিভিন্ন সংস্থায় যোগাযোগ করে সে দেখে একটা বই আনতে সবাই অনেক বেশি টাকা চাইছে, যা তার পক্ষে সম্ভব ছিল না। তখনই নিজের একটি সংস্থা খোলার কথা ভাবে সে। যেমন ভাবা, তেমন কাজ। প্রথমেই তার মাথায় আসে ডাব্বাওয়ালাদের কথা। যারা অনেক কম খরচে ডেলিভারি দেওয়ার কাজ করে। তাদেরকে কাজে লাগিয়েই প্রথমে সংস্থা শুরু করে সে। তারপর ফুলে ফেঁপে ওঠে তার সংস্থা।

বর্তমানে তাঁর সংস্থায় কাজ করেন ২০০ জন কর্মী, এছাড়াও যুক্ত আছেন ৫০০ ডাব্বাওয়ালা। ২০২১ সালের তথ্য অনুযায়ী, তাঁর মাসিক আয় ২ কোটি টাকা। তিলক এখন ৬৫ কোটির সম্পত্তির মালিক। তার সংস্থার টার্নওভার ১০০ কোটি।

Next Article