75 Rs Coin: কোথায় পাবেন ৭৫ টাকার কয়েন?

75 Rs Coin: অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই কয়েনের আকার গোল হবে। এর ব্যাসার্ধ ৪৪ মিলিমিটার হবে এবং ধারে মোট ২০০০টি দাগ থাকবে। কয়েনটির ওজন ৩৫ গ্রাম। চারটি ধাতু দিয়ে তৈরি এই কয়েন, এর মধ্যে রয়েছে ৫০ শতাংশ রুপো, ৪০ শতাংশ তামা, ৫ শতাংশ নিকেল ও ৫ শতাংশ জিঙ্ক।

75 Rs Coin: কোথায় পাবেন ৭৫ টাকার কয়েন?
৭৫ টাকার কয়েন।
Follow Us:
| Edited By: | Updated on: May 29, 2023 | 12:45 PM

নয়া দিল্লি: বাজারে এল ৭৫ টাকার কয়েন। নতুন সংসদ ভবন উদ্বোধন উপলক্ষে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে উন্মোচন করা হয়েছে বিশেষ ৭৫ টাকার কয়েনের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন সংসদ ভবনে দাঁড়িয়ে এই নতুন কয়েনের উন্মোচন করেন। প্রধানমন্ত্রী মোদীর হাতে এই কয়েন দেখার পরই সাধারণ মানুষের মনেও এই ৭৫ টাকার কয়েন হাতে পাওয়ার শখ জেগেছে। কোথায় পাওয়া যাবে এই কয়েন এবং কোথায়ই বা খরচ করা হবে এই কয়েন, তা নিয়ে হাজারো প্রশ্ন রয়েছে। এই সমস্ত প্রশ্নেরই উত্তর দিল অর্থ মন্ত্রক।

অর্থ মন্ত্রকের তরফে একটি বিবৃতি পেশ করে বলা হয়েছে, “নতুন সংসদ ভবনের উদ্বোধন উপলক্ষে কেন্দ্রীয় সরকারের অধীনে মিন্টের তরফে ৭৫ টাকার কয়েন আনা হয়েছে”। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, দেশের স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে এবং নতুন সংসদ ভবনের উদ্বোধনকে স্মরণীয় করে রাখতে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে বিশেষ ৭৫ টাকার কয়েন আনা হচ্ছে। 

কেমন দেখতে এই কয়েন?

অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই কয়েনের আকার গোল হবে। এর ব্যাসার্ধ ৪৪ মিলিমিটার হবে এবং ধারে মোট ২০০০টি দাগ থাকবে। কয়েনটির ওজন ৩৫ গ্রাম। চারটি ধাতু দিয়ে তৈরি এই কয়েন, এর মধ্যে রয়েছে ৫০ শতাংশ রুপো, ৪০ শতাংশ তামা, ৫ শতাংশ নিকেল ও ৫ শতাংশ জিঙ্ক।

৭৫ টাকার কয়েনের একটি পিঠে রয়েছে অশোক স্তম্ভ। অশোক স্তম্ভের নীচে লেখা থাকবে “সত্যমেব জয়তে”। কয়েনের বামদিকে দেবনগরী হরফে লেখা ভারত, ডানদিকে ইংরেজি হরফে লেখা ইন্ডিয়া। মুদ্রার অঙ্ক, অর্থাৎ ৭৫ টাকাও লেখা রয়েছে কয়েনের একদিকে। মুদ্রার অন্য পিঠে রয়েছে সংসদ ভবনের ছবি। তার নীচে দেবনগরী হরফে লেখা “সংসদ সংকুল” ও ইংরেজিতে “পার্লামেন্ট কমপ্লেক্স”।

কোথায় পাওয়া যাবে এই কয়েন?

কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, অন্যান্য নোট ও কয়েনের মতো সাধারণ সার্কুলেশনের জন্য প্রকাশ করা হয়নি। উচ্চতর মূল্যের এই মুদ্রা স্মারক হিসাবেই প্রকাশ করা হয়। ৭৫ টাকার এই কয়েনে সোনা ও রুপো থাকায়, তা স্মারক হিসাবেই প্রকাশ করা হবে। এটি লিগাল টেন্ডার হিসাবে অর্থাৎ দৈনন্দিন ব্যবহারের জন্য প্রকাশিত করা হয়েছে। কম মূল্যের স্মারক কয়েন সীমিত সময়ের জন্য পাওয়া যায়। অর্থাৎ ৭৫ টাকার কয়েন আপনি সংগ্রহ করে রাখতে পারেন।

কোথা থেকে ৭৫ টাকার কয়েন পাবেন?

ভারত সরকারের তরফে মিন্ট থেকে এই কয়েন তৈরি করা হচ্ছে। মোট চারটি শহরে মিন্ট রয়েছে, এগুলি হল মুম্বই, কলকাতা, হায়দরাবাদ ও নয়ডা। আপনিও যদি ৭৫ টাকার কয়েন সংগ্রহ করতে চান, তবে আপনাকে সরাসরি মিন্টে অর্ডার দিতে হবে। সাধারণত এই ধরনের কয়েন কেনার জন্য ৩ থেকে ৬ মাস আগেই অর্ডার দিতে হয়। এছাড়া আপনি সরাসরি মিন্টে গিয়েও এই কয়েন সংগ্রহ করতে পারেন। মিন্টের তরফে প্রকাশিত তালিকাতেই কত কয়েন উপলব্ধ রয়েছে এবং তার দাম কত, তা উল্লেখ করা থাকবে। এই বিষয়ে ওয়াকিবহাল সূত্রে খবর, ন্যূনতম ১৫০০ থেকে ২৫০০ টাকা দাম হতে পারে এই কয়েনের।