UPI Transaction: ১ এপ্রিল থেকে এই নম্বরগুলিতে বন্ধ হয়ে যাবে UPI লেনদেন, আপনার নম্বরও নেই তো?
UPI Rules: ইউপিআই-তে নিষ্ক্রিয় মোবাইল নম্বর লিঙ্ক থাকলে, তাতে প্রতারণার ঝুঁকি বাড়ে। গ্রাহকরা ফোন নম্বর বদল করলে বা ওই নম্বর নিষ্ক্রিয় করে দিলেও, ইউপিআই অ্যাকাউন্ট সক্রিয় থেকে যায়। এতে ওই ইউপিআই অ্যাকাউন্ট অপব্যবহার হওয়ার সম্ভাবনা আরও বাড়ে।

নয়া দিল্লি: ১ এপ্রিল থেকে বন্ধ হয়ে যাবে ইউপিআই পরিষেবা। হবে না কোনও আর্থিক লেনদেন। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়ার তরফে ইতিমধ্যেই ব্যাঙ্ক ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের পরিষেবা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এনপিসিআই জানিয়েছে, যে নম্বরগুলি নিষ্ক্রিয় বা রি-অ্যাসাইনড করা হয়েছে, তা নিষ্ক্রিয় হয়ে যাবে ১ এপ্রিল থেকে।
জানা গিয়েছে, আন-অথারাইজড বা অস্বীকৃত লেনদেন রুখতে এবং প্রতারণা রুখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যাঙ্ক ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের ইনঅ্যাকটিভ ও রি-অ্যাসাইনড নম্বর ডি-লিঙ্ক করতে বলা হয়েছে। গ্রাহকরা যদি তাদের ইউপিআই লেনদেন সক্রিয় রাখতে চান, তবে তাদের দেখতে হবে যে ইউপিআই-তে রেজিস্টার নম্বর যেন অ্যাক্টিভ থাকে।
এনপিসিআই জানিয়েছে, ইউপিআই-তে নিষ্ক্রিয় মোবাইল নম্বর লিঙ্ক থাকলে, তাতে প্রতারণার ঝুঁকি বাড়ে। গ্রাহকরা ফোন নম্বর বদল করলে বা ওই নম্বর নিষ্ক্রিয় করে দিলেও, ইউপিআই অ্যাকাউন্ট সক্রিয় থেকে যায়। এতে ওই ইউপিআই অ্যাকাউন্ট অপব্যবহার হওয়ার সম্ভাবনা আরও বাড়ে।
পুরনো ফোন নম্বর অন্য কাউকে দিয়ে দিলে বা রিঅ্যাসাইন করলে, সেক্ষেত্রেও প্রতারকরা ইউপিআই অ্যাকাউন্টের মাধ্যমে প্রতারকরা আর্থিক লেনদেনের অ্যাক্সেস পেতে পারে এবং সেখান থেকে অ্যাকাউন্ট ফাঁকা করে দিতে পারে।
এই ধরনের প্রতারণা রুখতেই ব্যাঙ্ক এবং গুগল পে, ফোনপে, পেটিএমের মতো পেমেন্ট অ্য়াপগুলি ইউপিআই সিস্টেম থেকে ইন-অ্যাকটিভ বা নিষ্ক্রিয় নম্বরগুলি সরিয়ে দেবে।
ব্যাঙ্কও একইভাবে ইন-অ্যাকটিভ, রিঅ্যাসাইনড বা ডি-অ্যাক্টিভেটেড নম্বরগুলি ইউপিআই সিস্টেম থেকে সরিয়ে দেবে। তবে ইউপিআই পরিষেবা বন্ধের আগে গ্রাহকদের নোটিফিকেশন পাঠানো হবে যে তাদের ইউপিআই পরিষেবা বন্ধ হতে চলেছে। গ্রাহক বা ব্যবহারকারীরা তাদের মোবাইল নম্বর আপডেট করলেই ইউপিআই পরিষেবা চালু হয়ে যাবে।
কারা প্রভাবিত হবে?
- যারা নিজেদের ফোন নম্বর বদল করেছেন, কিন্তু ব্যাঙ্কে তা আপডেট করেননি।
- যে নম্বর দীর্ঘ সময় নিষ্ক্রিয় রয়েছে, অর্থাৎ সেই নম্বর দিয়ে ফোন, মেসেজ করা হয়নি।
- যারা ব্যাঙ্কে আপডেট না করেই ফোন নম্বর সারেন্ডার করে দিয়েছেন।
- যাদের পুরনো নম্বর অন্য কাউকে দিয়ে দেওয়া হয়েছে।





