AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Royal Challengers Bengaluru: IPL চ্যাম্পিয়ন হতেই RCB-কে শুভেচ্ছা বিজয় মালিয়ার, তাঁর সঙ্গে এখনও কী সম্পর্ক রয়ে গিয়েছে Virat Kohli-র দলের?

Vijay Mallya: বিরাটের দল আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানালেন বিজয় মালিয়া। তবে কি এখনও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মালিক তিনি?

Royal Challengers Bengaluru: IPL চ্যাম্পিয়ন হতেই RCB-কে শুভেচ্ছা বিজয় মালিয়ার, তাঁর সঙ্গে এখনও কী সম্পর্ক রয়ে গিয়েছে Virat Kohli-র দলের?
Image Credit: PTI
| Updated on: Jun 06, 2025 | 2:20 PM
Share

২০০৮ সালে প্রথম আইপিএল যখন খেলা হয় তখন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মালিক ছিলেন বিজয় মালিয়া। সেই মালিয়া এখন পলাতক। থাকেন ইংল্যান্ডে। আর বিরাটের দল আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানালেন সেই বিজয় মালিয়া। তবে কি এখনও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মালিক বিজয় মালিয়া?

১৮তম আইপিএল ফাইনালে পঞ্জাব কিংসকে হারিয়ে প্রথমবার আইপিএল জয়ের স্বাদ পেয়েছে বেঙ্গালুরু। কিন্ত ২০০৮ সালে এই দলের মালিক ছিল বিজয় মালিয়ার সংস্থা ইউনাইটেড স্পিরিটস। সেই সময় এই সংস্থা ইউনাইটেড ব্রিউয়ারিজ গ্রুপের অংশ ছিল। বিজয় মালিয়ার অর্থনৈতিক অবস্থা যখন খারাপ হতে শুরু করে তখন এই ইউনাইটেড ব্রিউরিজকে কিনে নেয় ব্রিটেনের মদ প্রস্তুতকারক সংস্থা ডিয়াজিও।

অর্থাৎ এখন ইউনাইটেড স্পিরিটসের মালিক ব্রিটেনের ওই সংস্থা। আর তার সঙ্গে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মালিকও ওই সংস্থাই। ২০০৮ সালে প্রায় ১১১.৬ মিলিয়ন ডলার বা ৪৭৬ কোটি টাকায় বেঙ্গালুরুর এই দলও কেনেন বিজয় মালিয়া। আর বর্তমানে এই দলের ব্র্যান্ডভ্যালু ১০০০ কোটি টাকারও বেশি। ২০২৪ সালের তথ্য অনুযায়ী আইপিএলের সবচেয়ে দামি দল চেন্নাই সুপার কিংস। তাদের ব্র্যান্ড ভ্যালু ১২২ মিলিয়ন ডলার। এর পরই রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। তাদের ব্র্যান্ড ভ্যালু ১১৯ মিলিয়ন ডলার। আর ৩ নম্বরে রয়েছে বিরাট কোহলির বেঙ্গালুরু। আরসিবির ব্র্যান্ড ভ্যালু ১১৭ মিলিয়ন ডলার। এই তালিকার ৪ নম্বরে ১০৯ মিলিয়ন ডলার ব্র্যান্ড ভ্যালু নিয়ে অবস্থান করছে কলকাতা নাইট রাইডার্স।

একদা বেঙ্গালুরুর আইপিএল দলের মালিক বিজয় মালিয়ার সঙ্গে বর্তমান দলের তেমন কোনও সম্পর্ক নেই। কিন্তু আরসিবির মালিক ইউনাইটেড স্পিরিটসে এখনও মালিয়াই ০.০১ শতাংশ মালিকানা রয়ে গিয়েছে। ফলে বলাই যায় এখনও এই দলের অতি সামান্য অংশের মালিক কিন্তু বিজয় মালিয়াই।