Vodafone Idea: মার্চ থেকে শুরু পরিষেবা! জিও-কে টেক্কা দিতে কম খরচে ইন্টারনেট প্ল্যান আনল ভোডাফোন আইডিয়া
Vodafone Idea: তবে এবার জিও-এর দিন হয়তো শেষ। টেলিকমের বাজারে মুকেশ অম্বানিকে মাত দিতে নতুন কৌশল তৈরি করে ফেলেছে ভোডাফোন-আইডিয়া।
কলকাতা: বলা হয় টেলিকম সার্ভিসের দুনিয়ায় বিপ্লব এনেছে রিলায়েন্স জিও। ইন্টারনেট ব্যবস্থা যে এত সহজে দেশের প্রত্যন্ত গ্রামে পৌঁছে যেতে পারে, তা আগে কখনওই ভাবতে পারেনি কেউই। ফলত, বর্তমান টেলিকম বাজারে জিও-এর এক প্রকার একাধিকপত্য তৈরি হয়ে গিয়েছে বললেই চলে। যার জেরে মার খাচ্ছে অন্যান্য টেলিকম সংস্থাগুলি। বিশেষ করে ভোডাফোন-আইডিয়া।
তবে এবার জিও-এর দিন হয়তো শেষ। টেলিকমের বাজারে মুকেশ অম্বানিকে মাত দিতে নতুন কৌশল তৈরি করে ফেলেছে ভোডাফোন-আইডিয়া। আগামী মার্চ মাসের মধ্যে হাতেনাতে নাকি তার ফলও পেতে শুরু করবে তারা, এমনটাই দাবি কর্তৃপক্ষের।
দেশের ৭৫টি শহরের জন্য ৫জি ইন্টারনেট ব্যবস্থা শুরু করতে চলেছে ভোডাফোন-আইডিয়া। আগামী মার্চ মাস থেকেই সেই পরিষেবা পাবেন ভোডাফোন-আইডিয়ার গ্রাহকরা। অবশ্য, ৫জি পরিষেবার প্রসঙ্গে ভোডাফোন-আইডিয়াকে ছাপিয়ে কবেই এই পরিষেবা শুরু করে দিয়েছে রিলায়েন্স জিও। কিন্তু ভোডাফোনের হাতিয়ার নাকি হতে চলেছে পরিষেবার দাম, দাবি সংস্থার একাংশের।
সংস্থা সূত্র জানা গিয়েছে, আসন্ন মার্চেই সাধারণ গ্রাহক ও শিল্পভিত্তিক কোম্পানি গ্রাহকদের জন্য দেশের অন্যতম ৭৫টি শহরে ৫জি পরিষেবা শুরু করে দেবে ভোডাফোন-আইডিয়া। জিও ও এয়ারটেলের মতো বড় মাছেদের ৫জির দৌড়ে হারাতে পরিষেবার অভিজ্ঞতা ও দামের উপরেই বেশি গুরুত্ব দিয়েছে সংস্থা। এক্ষেত্রে বলা যেতে পারে, জিও কিংবা এয়ারটেলের তুলনায় হয়তো ভি-এর ৫জি পরিষেবা সস্তা পড়তে পারে গ্রাহকদের।
এছাড়াও ৫জি পরিষেবা চালু করেই যে থেমে যাবে ভোডাফোন এমনটা নয়। ইতিমধ্যেই জোর দেওয়া হবে দেশের প্রত্যন্ত গ্রামেও যেন ৪জি পরিষেবা সঠিক ভাবে পৌঁছয়।
উল্লেখ্য, এই ঘোষণার পর থেকে সংস্থার শেয়ারেও খানিকটা উত্থান দেখা গিয়েছে। প্রায় এক শতাংশের কাছাকাছি শেয়ারের দামে বৃদ্ধি দেখা গিয়েছে। ইতিমধ্যে নোকিয়ার মতো একাধিক বড় বড় সংস্থা থেকে মোট ৩০ হাজার কোটি টাকার ফান্ডিং তুলেছে ভোডাফোন-আইডিয়া। এই পরিমাণ অর্থ দিয়ে মূলত দেশজুড়ে ৪জি পরিষেবার উন্নতিতেই কাজ করতে চলেছে তারা, এমনটাই খবর।