Winter Weather: ফের ঠান্ডায় কোপ, মেঘলা আকাশের সঙ্গে চড়ছে তাপমাত্রা, শীতের পথে বাধা দিচ্ছে কে?
Winter Weather: হাওয়া অফিসের কর্তা বলছেন, সবটাই হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে। ঝঞ্ঝার প্রভাবেই দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা থাকছে দিনভর। বাতাসে বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ।
কলকাতা: পশ্চিমী ঝঞ্ঝার জেরে ঠান্ডায় কোপ পড়া শুরু। আবহাওয়া দফতর বলছে রবিবার থেকে আরও কমবে ঠান্ডা। কলকাতার তাপমাত্রা বেড়ে হয়েছে ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়া, বীরভূমের তাপমাত্রা ১১ ডিগ্রির ঘরে। ২ দিন ১০ ডিগ্রির নীচে ছিল দুই জেলার তাপমাত্রা। ঝঞ্ঝার জেরে মঙ্গলবার পাহাড়ে বরফ পড়ার সম্ভাবনা থাকছে বলে জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দফতরের কর্তারা। সিকিম, দার্জিলিংয়ের উঁচু অংশে তুষারপাত হতে পারে। উত্তরবঙ্গে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিরও পূর্বাভাসও থাকছে।
এদিন সকাল থেকেই একাধিক জেলায় রীতিমতো কুয়াশার দাপট দেখা গিয়েছে। রবিবারও দেখা যেতে পারে একই ছবি। দৃশ্যমানতা কমে যেতে পারে অনেকটাই। উত্তরবঙ্গেও সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। রবিবার কুয়াশার দাপট আরও বাড়বে। তবে এদিন আবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আংশিক মেঘলা আকাশের দেখা মিলতে পারে।
এই খবরটিও পড়ুন
হাওয়া অফিসের কর্তা বলছেন, সবটাই হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে। ঝঞ্ঝার প্রভাবেই দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা থাকছে দিনভর। বাতাসে বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ। সে কারণেই কলকাতায় সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা সামান্য বেড়ে গিয়েছে। আংশিক মেঘলা আকাশ কলকাতার সর্বত্রই। এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ঘোরাফেরা করছে ৬৬ থেকে ৯৩ শতাংশের আশপাশে।