Awas: উপভোক্তাকে নিয়ে শাসক-বিরোধীর দড়ি টানাটানি, আবাসের বাড়ি নিয়ে রাজনৈতিক টানাপোড়েন

Awas: জানা যাচ্ছে, দুবরাজপুরের লক্ষ্মীনারায়ণপুরে বাস করে এক বৃদ্ধা। আবেদনের পর আবাসের বাড়ি তিনি পাননি, এমনই একটি ভিডিয়ো পোস্ট করেছিল বিজেপি। এরপরই পাল্টা তৃণমূলের তরফে আরও একটি ভিডিয়ো পোস্ট করা হয়।

Awas: উপভোক্তাকে নিয়ে শাসক-বিরোধীর দড়ি টানাটানি, আবাসের বাড়ি নিয়ে রাজনৈতিক টানাপোড়েন
এই বৃদ্ধা ও তাঁর বাড়ি নিয়েই রাজনৈতিক তরজা Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 05, 2025 | 8:25 PM

বীরভূম: আবাস যোজনার বাড়ি নিয়ে তুমুল রাজনৈতিক তরজা। তপ্ত বীরভূমের দুবরাজপুরে। বিজেপি-তৃণমূলের বিরুদ্ধে একের অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ। আহত হয়েছেন বেশ কয়েকজন।

ঠিক কী ঘটেছে? জানা যাচ্ছে, দুবরাজপুরের লক্ষ্মীনারায়ণপুরে বাস করে এক বৃদ্ধা। আবেদনের পর আবাসের বাড়ি তিনি পাননি, এমনই একটি ভিডিয়ো পোস্ট করেছিল বিজেপি। এরপরই পাল্টা তৃণমূলের তরফে আরও একটি ভিডিয়ো পোস্ট করা হয়। সেখানে দেখা যায়, ওই মহিলা বলছেন, বিজেপির লোকজন জোর করে আবাসের বাড়ি না পাওয়ার কথা বলিয়েছেন। ওই বৃদ্ধার বক্তব্য, “আমার কাছে কেউ টাকা চাই না। জায়েদ আমাকে বলতে বলেছিল। ডাঙালপাড়ায় বাড়ি।”

সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো ভাইরাল হতেই বিজেপি কর্মীদের বাড়িতে চড়াও হওয়ার অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। দু’পক্ষের মধ্যে অশান্তিতে বেশ কয়েকজন আহত হন।

বিজেপি নেতা মোতাহার হোসেন , “এখানকার শাসকনেতৃত্ব দুর্নীতির সঙ্গে যুক্ত। বাংলার সরকার বলেছে, কেন্দ্রের টাকা নেবে না। এখানে এক বৃদ্ধ মহিলার কাছ থেকে ১০ হাজার টাকা চেয়েছে। না হলে বাড়ি হওয়া বন্ধ করে দেব। অঞ্চল সভাপতির তো ২০ লাখ টাকার গাড়ি, তিনটে বাড়ি। ওদের নিয়ে কী আর বলব। বিজেপির এরকম কালচার নয়, কাউকে প্রলোভন দেখিয়ে কিছু করবে। মহিলাকে তৃণমূলই প্রলোভন দেখিয়ে এবার কথা পাল্টে দিয়েছে।”

দুবরাজপুর ব্লক তৃণমূল কংগ্রেসের যুগ্ম কনভেনার রাফিউল হোসেন খান “বিজেপি ভিত্তিহীন কথা বলছে। নেত্রী সবাইকে আগেই সচেতন করেছেন। যিনি বলেছিলেন, তাঁকে জোর করে বলানো হয়েছিল। যিনি বলেছিলেন, তাঁকে প্রলোভন দেখানো হয়েছিল, ২ লক্ষ টাকার বাড়ি পাইয়ে দেব। দলকে বদনাম করতেই এসব করা হচ্ছে।”