Anubrata Mondal: অনুব্রত মণ্ডলকে নিয়ে সামাজিক মাধ্যমে অশালীন মন্তব্য, সিউড়ি থানায় মহিলার বিরুদ্ধে অভিযোগ
Anubrata Mondal: পুলিশ সূত্রে জানা গিয়েছে, অনিন্দ্য সিংহ নামে এক আইনজীবী অনুব্রত মণ্ডলকে শুভেচ্ছা বার্তা জানিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছিলেন। সেই পোস্টটি শেয়ার করেন সিউড়ির ওই মহিলা। তিনি তাঁর অ্যাকাউন্টে সেটি শেয়ার করেন। আর আইনজীবীর সেই পোস্টটি শেয়ার করেই তার নীচে কুরুচিকর মন্তব্য করেন মহিলা।
বীরভূম: সামাজিক মাধ্যমে বীরভূমের কোর কমিটির সদস্য অনুব্রত মণ্ডলকে নিয়ে কুরুচিকর মন্তব্য। সিউড়ি থানায় এক মহিলার বিরুদ্ধে দায়ের হল অভিযোগ। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অনিন্দ্য সিংহ নামে এক আইনজীবী অনুব্রত মণ্ডলকে শুভেচ্ছা বার্তা জানিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছিলেন। সেই পোস্টটি শেয়ার করেন সিউড়ির ওই মহিলা। তিনি তাঁর অ্যাকাউন্টে সেটি শেয়ার করেন। আর আইনজীবীর সেই পোস্টটি শেয়ার করেই তার নীচে কুরুচিকর মন্তব্য করেন মহিলা।
এরপরই সিউড়ি থানায় ওই মহিলার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন সিউড়ি বার অ্যাসোসিয়েশনের আইনজীবী অনিন্দ্য। তিনি বলেন, “অনুব্রত মণ্ডল SRDA চেয়ারম্যান নিযুক্ত হওয়ায়, আমি আমার ফেসবুক প্রোফাইল থেকে একটি পোস্ট শেয়ার করে শুভেচ্ছাবার্তা জানিয়েছিলাম। জয়িত মিত্র থেকে একটি ফেসবুক প্রোফাইল থেকে সেই পোস্টটি শেয়ার করে অশালীন মন্তব্য করে। খোঁজ নিয়ে জানা যায়, ওই মহিলা ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। সিউড়ির বাসিন্দা। ওনার প্রোফাইল আরও একাধিক পোস্ট করা হয়েছে। যেখানে চেয়ারম্যান, জেলা সভাপতিকে নিয়ে অশালীন মন্তব্য করা হয়েছে।” এখনও পর্যন্ত ওই মহিলার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।