Mamata’s birthday: মমতার জন্মদিনে সেলিব্রেশন মুডে কাজল, কাটলেন কেক, দিলেন ইঙ্গিতপূর্ণ বার্তা

Mamata's birthday: প্রসঙ্গত, দিন কয়েক আগেই মামন শেখ তাঁর প্রাণ সংশয়ের আশঙ্কা করেছিলেন। অভিযোগ তুলেছিলেন বোলপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মোহাম্মদ হানিফ কাজীর বিরুদ্ধে। তারপরই বোমাবাজি হওয়ায় এলাকায় উত্তেজনায় ছড়িয়েছে।

Mamata's birthday: মমতার জন্মদিনে সেলিব্রেশন মুডে কাজল, কাটলেন কেক, দিলেন ইঙ্গিতপূর্ণ বার্তা
উদযাপনে কাজল Image Credit source: TV 9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 05, 2025 | 2:09 PM

বীরভূম: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন! নতুন বছরের শুরুতেই দিকে দিকে সেলিব্রেশন মুডে তৃণমূলের নেতা-কর্মীরা। কঙ্কালীতলা মন্দিরে পুজো দিয়ে কেক কাটলেন কাজল শেখ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুললেন। দু’বছর বোমা উদ্ধার, বোমাবাজির মতো ঘটনা ঘটেনি! কিন্তু, এখন কেন হচ্ছে সেই প্রশ্ন তুললেন কাজল! অনুব্রত ফিরে আসার পর বীরভূমের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে এই প্রশ্ন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। 

এদিন সকাল সকাল তিনি চলে আসেন মায়ের মন্দিরে। তারপরই কাটা হয়। গরিব মানুষদের হাতে তুলে দেন বস্ত্র। ঠিক সময়েই সাংবাদিকদের মুখোমুখি হয়ে কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মামন শেখের বাড়ির সামনে বোমাবাজি নিয়েও কথা বলতে দেখা যায় বীরভূম জেলা পরিষদের সভাধিপতিকে। 

এই খবরটিও পড়ুন

প্রসঙ্গত, দিন কয়েক আগেই মামন শেখ তাঁর প্রাণ সংশয়ের আশঙ্কা করেছিলেন। অভিযোগ তুলেছিলেন বোলপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মোহাম্মদ হানিফ কাজীর বিরুদ্ধে। তারপরই বোমাবাজি হওয়ায় এলাকায় উত্তেজনায় ছড়িয়েছে। যদিও বোমাবাজির ঘটনা পুরোটাই সাজানো বলে জাবি কাজলের। তাঁর দাবি, পাওনাদারেরা হামলা করতে পারে এই কারণেই এমন মিথ্যা বোমাবাজির ঘটনা ঘটিয়ে পুলিশের নিরাপত্তা নিতে চাইছেন ওই উপপ্রধান।